আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:০০ পিএম

আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী জোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, তিনি দীর্ঘদিন ধরে নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন এবং দায়-দরদের সমাজ গঠনের কথা বলে আসছেন। এসব বিষয় তার জুলাই সহযোদ্ধারাও সংশ্লিষ্ট সংগঠনগুলোর পক্ষ থেকে বারবার তুলে ধরলেও, সেগুলো প্রকৃতভাবে ধারণ করা হয়েছিল কি না—সে প্রশ্ন তোলেন তিনি।

তিনি জানান, এনসিপিকে একটি স্বতন্ত্র ‘বিগ জুলাই আম্ব্রেলা’ হিসেবে দাঁড় করাতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা সম্ভব হয়নি।

জামায়াত–এনসিপি জোটের হয়ে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে মাহফুজ আলম বলেন, তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ ও বন্ধুত্ব অটুট থাকলেও তিনি এনসিপির অংশ হচ্ছেন না। একই সঙ্গে তিনি জানান, জামায়াত–এনসিপি জোট থেকে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়নি—এমন বক্তব্য সঠিক নয়।

“ঢাকার কোনো একটি আসন থেকে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ,” তিনি লেখেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘শীতল যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে মাহফুজ আলম বলেন, এ সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজস্ব নীতি ও অবস্থানে অটল থাকাই শ্রেয়।

তিনি আরও বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা ‘জুলাই শক্তি’র সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, এবং এমন একটি বিকল্প শক্তির উত্থান আসন্ন।

মাহফুজ আলম জানান, তিনি ভবিষ্যতেও রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব মাধ্যমে নিজের বিশ্বাস ও অবস্থান ধরে রেখে সক্রিয় থাকবেন।

Link copied!