তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের জামিন মঞ্জুর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক সেই শিক্ষকের জামিন মঞ্জুর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এ কে এম শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত। তাঁর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগ এলাকায় শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কটূক্তিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিএনপি নেতা–কর্মীরা তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ ঘটনায় শনিবার রাতে গ্রেপ্তার শিক্ষকের মুক্তি দাবি করে বিএনপি একটি বিবৃতি দেয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে বলা হয়, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আদালতের আদেশে জামিন পাওয়ায় এ কে এম শহিদুল ইসলামের মুক্তিতে আইনি বাধা আর রইল না।

Link copied!