মে ১৮, ২০২৫, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত দায়িত্ব গ্রহণ নিশ্চিত করার দাবিতে আজও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। রোববার সকালে এ কর্মসূচি শুরু হয়। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা।
সমর্থকরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে ইশরাকের শপথ গ্রহণ বিলম্বিত করা হচ্ছে। একইসাথে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানান।
এর আগে গতকাল শনিবার একই দাবিতে নগর ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইশরাকপন্থীরা। মিছিলটি প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সামনে দিয়ে আবার নগর ভবনে ফিরে আসে।
পরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘গেজেট প্রকাশ হওয়ার পরও বর্তমান সরকার মানে স্থানীয় সরকার বিভাগ আমাকে শপথ পড়ানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচন কমিশনের উপর এরই মধ্যে সরকার এক ধরনের হস্তক্ষেপ দেওয়া শুরু করেছে। এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হতে পারে কিনা? কোন সন্দেহ নয় স্পষ্টই দেখতে পাচ্ছি।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গেজেট প্রকাশের ২০ দিন পেরিয়ে গেলেও ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।