মে ৮, ২০২৫, ০১:৩১ পিএম
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
পাকিস্তান শুধুমাত্র ভারতের সামরিক স্থাপনার ওপর আঘাত হানবে, কোনো বেসামরিক জনগণ বা স্থাপনা তাদের লক্ষ্যবস্তু নয়—এমনটাই জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক আইন মেনে চলব এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েই উত্তেজনা প্রশমিত রাখার চেষ্টা করব।”
সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়, খাজা আসিফ সতর্ক করে দেন, বর্তমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পারমাণবিক সংঘাতের ঝুঁকি থেকেই যায়। তিনি বলেন, “আমরা কখনোই বেসামরিক জনগণের ওপর হামলা চালাব না। আমাদের লক্ষ্য শুধুই সামরিক অবকাঠামো।”
ইতোমধ্যে ইসলামাবাদ দাবি করেছে, ভারতীয় বাহিনীর চালানো হামলায় পাকিস্তানের ছয়টি স্থাপনায় আঘাত হানা হয়েছে—যার মধ্যে রয়েছে মসজিদ এবং জলবিদ্যুৎ প্রকল্পও। এসব হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
এ প্রেক্ষাপটে খাজা আসিফ মন্তব্য করেন, “পাকিস্তান অতীতেও এ ধরনের হুমকির মুখোমুখি হয়েছে। বর্তমানে গোটা অঞ্চল আবারও এক কৌশলগত অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “ভারত এখন একটি গভীর অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নয়াদিল্লির সাম্প্রতিক আগ্রাসন শুধু ভারতের ভেতরেই নয়, পুরো অঞ্চলজুড়েই শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে।”
সম্প্রতি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তানও কাশ্মীরে হামলা চালায়, যাতে অন্তত তিনজন প্রাণ হারান।