আফ্রিকান সাহিত্যের পিতামহ চিনুয়া আচেবে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২১, ০২:০০ পিএম

আফ্রিকান সাহিত্যের পিতামহ চিনুয়া আচেবে

আফ্রিকান সাহিত্যের জনক চিনুয়া আচেবে। ২০১৩ সালের ২১ মার্চ বস্টনের এক হাসপাতালে মৃত্যু হয় ৮২ বছরের বিশ্বখ্যাত এই সাহিত্যিকের। তার পরিবারের অনুরোধে আচেবের শেষকৃত্যের সেই অনুষ্ঠান রাখা হয়েছিল অনাড়ম্বর।

১৯৫৮ সালে তার প্রথম উপন্যাস থিঙ্গস ফল অ্যাপার্ট (সবকিছু ভেঙে পড়ে) প্রকাশিত হওয়ার পরই রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন আচেবে। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ইগবো যোদ্ধা ওকোঙ্কোর লড়াইয়ের গল্পো সারা বিশ্বে ৫০টি ভাষায় ১ কোটির ওপর বিক্রি হয়। উনিশ শতকের শেষের দিকে ইগবো গ্রামে প্রথম সাদা চামড়ার মানুষের আবির্ভাব ও গ্রামবাসীদের জীবনের অনিশ্চয়তার গল্পো তুলে ধরেছিল আফ্রিকার ইতিহাস। আফ্রিকান সাহিত্যের পিতামহ বলে আচেবেকে উল্লেখ করেছেন কবি জ্যাকি কে।

নিজের কবিতার বই ক্রিসমাস ইন বায়াফ্রার জন্য কমনওলেথ পোয়েট্রি প্রাইজ জেতেন আচেবে। ১৯৮৭ সালে তার উপন্যাস অ্যানথিলস অফ দ্য সেভানাহর জন্য বুকার প্রাইজের চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছিলেন তিনি। ২০০৭ সালে পান ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। তার উদ্দেশ্যে নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, আচেবে আফ্রিকাকে গোটা বিশ্বের কাছে উন্মোচন করেছেন। তার সান্নিধ্যে জেলের প্রাচীর ভেঙে পড়েছে। অ্যান ইমেজ অফ আফ্রিকা: রেসিজন ইন কনরা'স হার্ট অফ ডার্কনেস (১৯৭৫) রচনায় কঠিন সমালোচনা করেন জোসেফ কোনরার।

১৯৩০ সালে নাইজিরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে ওগিদিতে জন্ম আচেবের। ইবাদান ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়ার পর নাইজিরিয়া ব্রডকাস্টিং সার্ভিসে কাজ করেন আচেবে। নিজের উপন্যাস থিঙ্গস ফল অ্যাপার্ট লেখার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষা বেছে নিয়েছিলেন আচেবে। সেই কারণে পড়েছিলেন সমালোচনার মুখেও। কিন্তু আচেবে বলেছিলেন গোটা বিশ্বের কাছে আফ্রিকাকে তুলে ধরতেই এই ভাষা বেছে নিয়েছেন তিনি।

তার চতুর্থ উপন্যাস ১৯৬৬'র আ ম্যান অফ দ্য পিপলও সমালোচনার মুখে পড়েছিল। ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে নাইজিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে তার ঐতিহাসিক স্মৃতিকাহিনী দেয়ার ওয়াজ আ কান্ট্রি ছিল তার শেষ লেখা। বায়াফ্রান অপসরণকে সমর্থন করেছিলেন আচেবে। কিন্তু ১৯৭০ সালে গৃহযুদ্ধের পর তিনি সাময়িক রাজনীতিতে যোগ দেন। ১৯৯০ সালে নাইজিরিয়ায় এক পথ দুর্ঘটনায় শরীরের নিচের অংশ পক্ষাঘাতগ্রহস্ত হওয়ায় পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন আচেবে। ২০০৪ ও ২০১১ সালে দু'বার নাইজেরিয়া সরকারের কমান্ডার অফ ফেডারেল রিপাবলিক খেতাব প্রত্যাখ্যান করেন আচেবে।

Link copied!