নির্মোহ চিন্তার অনন্য এক ধারক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২১, ১১:০২ এএম

নির্মোহ চিন্তার অনন্য এক ধারক

উপমহাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে অসামান্য পণ্ডিত, অসাম্প্রদায়িক যুক্তিবাদী, দার্শনিক, প্রগতিশীল, মানবতাবাদী, মুক্তবুদ্ধির ও নির্মোহ চিন্তার অনন্য ধারক ড. আহমদ শরীফের আজ (২৪ ফেব্রুয়ারি) মৃত্যুদিবস। ১৯৯৯ সালের এই দিনে ৭৮ বছর বয়সে তিনি মারা যান।

১৯২১ খ্রিষ্টাব্দে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়া উপজেলার সূচক্রদণ্ডীতে জন্মগ্রহণ করেন এই খ্যাতনামা অধ্যাপক।

আহমদ শরীফ ১৯৩৮ সালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালেয় থেকে প্রথম  বিভাগে প্রবেশিকা (এসএসসি) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৪০ সালে ইন্টারমিডিয়েট,  ১৯৪২ সালে স্নাতক এবং ১৯৪৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ড্রিগ্রি লাভ করেন ১৯৬৭ সালে।

আহমদ শরীফ ১৯৪৫ সাল থেকে বেশ কয়েকটি কলেজে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সেকশনের পাশাপাশি অধ্যাপনায় যোগ দেন। ১৯৬৯ সালে তিনি বাংলা বিভাগের প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং ১৯৮৩ সালের ৩১ অক্টোবর চূড়ান্তভাবে অবসর গ্রহণ করেন।

আহমদ শরীফ জড়িয়ে আছেন ‘বাংলাদেশ’ নামের সাথেও। ১৯৬২ সালে যখন সিরাজুল আলম খানের নেতৃত্বে ‘নিউক্লিয়াস’ গঠিত হয়, আহমদ শরীফ তখন এর সাথে পরোক্ষভাবে যুক্ত ছিলেন। পরে প্রত্যক্ষভাবে যুক্ত হন ছাত্রনেতা আবদুল আজিজ বাগমারের উদ্যোগে গঠিত অস্থায়ী পূর্ববঙ্গ সরকার (অপূর্ব সংসদ) এর সাথে। তিনি এই সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন। কবি সুফিয়া কামাল ছিলেন সভাপতি, বাগমার ছিলেন সাধারণ সম্পাদক। এই গোপন সংগঠনের ইশতেহার লিখেন আহমদ শরীফ।

১৯৬৫ সালে অপূর্ব সংসদ কর্তৃক প্রকাশিত, আহমদ শরীফ রচিত ‘ইতিহাসের ধারায় বাঙালি’ প্রবন্ধে পূর্ব পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ প্রস্তাব করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে অপূর্ব সংসদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। আহমদ শরীফ ‘বাংলাদেশ’ নাম প্রস্তাব করার পর শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ভাবে ঘোষণা দেন ‘আজ থেকে এই প্রদেশের নাম হবে ‘বাংলাদেশ’।

আহমদ শরীফের তার রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক। তার প্রথম সম্পাদিত গ্রন্থ লায়লী মজনু ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। ১৯৯১ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকসহ অসংখ্য পুরষ্কার পেয়েছেন।

Link copied!