সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লবের যুগে এখন ক্যামেরা একটি বিলাসিতা নয় বরং জীবনের একটি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোনগুলোর সাথে বিল্ট ইন ক্যামেরা থাকলেও আধুনিককালে ভ্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্যে আলাদা একটি ক্যামেরা অপরিহার্য। আর সৌখিন মানুষের কাছে একটি কম্প্যাক্ট ক্যামেরা হিসেবে ‘গো প্রো’ বরাবরই ব্যাপক জনপ্রিয়।
সম্প্রতি গো প্রো তাদের নতুন ক্যামেরা গো প্রো হিরো ১২ ব্ল্যাক বাজারে এনেছে, যাতে ব্যবহার করা হয়েছে নতুন সব প্রযুক্তি।
গতবারের হিরো ১১ ব্ল্যাকের সাথে নতুন হিরো ব্ল্যাক ১২ ব্ল্যাক এর অনেকাংশেই মিল থাকলেও পারফরম্যান্স এবং সফটওয়্যার সংক্রান্ত কিছু নতুনত্ব দেখা যেতে পারে এই মডেলে।
হিরো ১২ ব্ল্যাকে ২.২৭ ইঞ্চির প্রধান এলইডি ডিসপ্লে পাশপাশি ১.৪ ইঞ্চির আরেকটি ডিসপ্লে রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ১৭২০এমএএইচের শক্তিশালী এনডিওরো ব্যাটারি যাতে 5.3K রেজুলেশন ৬০ এফপিএসে ৭০ মিনিট, ১০৮০পি রেজুলেশন ৩০ এফপিএসে ১৫৫ মিনিট টানা রেকর্ড করা যাবে। এমনকি ক্যামেরাটিতে ১২০ এফপিএস 4k রেজুলেশনে ৫৮ মিনিট ভিডিও রেকর্ড করা যাবে। প্রতিষ্ঠানটি এতে নিজস্ব G2 প্রসেসর ব্যবহার করেছে। চার্জিং ও ফাইল ট্রান্সফারের জন্য থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট।
অ্যাকশন ক্যামেরাটিতে নতুন আরো থাকছে হাপারস্মুদ ৬ প্রযুক্তি যাতে পূর্বের তুলনায় আরো স্থিতিশীল ভিডিও রেকর্ড করা যাবে। ২৭ মেগাপিক্সেলের সেন্সরেই থাকবে এইচডিআর ছবি তোলার সুবিধা।
ক্যামেরাটির সাথে ব্যবহার করা যাবে তাদের ম্যাক্স লেন্স মড ২.০ যাতে আরও ওয়াইড ভিডিও রেকর্ড করা যাবে।
আরো থাকছে ব্লুটুথ অডিও রেকর্ডিং, ৩৬০ ডিগ্রি হরাজন লকার, ১০ বিট কালার , টাইমকোড সিঙ্ক, অটো হাইলাইট ভিডিও সহ নানা নতুন প্রযুক্তি।
কোন গিয়ার ছাড়া ক্যামেরাটিকে পানির নিচে ৩৩ ফুট পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। ৪০টির বেশি মাউন্ট ও এক্সেসরিজের সাথে অ্যাকশন ক্যামেরা ব্যবহারের নতুন অভিজ্ঞতা দিতে পারবে এটি।
যুক্তরাষ্ট্রের বাজারে শুধু ক্যামেরাটির ৩৯৯ মার্কিন ডলার ও ম্যাক্স লেন্স সহকারে এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৭৯ মার্কিন ডলার।