বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের প্যারেন্ট প্রতিষ্ঠান মজিলায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরিবর্তনের পর ৬০ জন কর্মীকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী নানা প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মী ছাঁটাইয়ের হিড়িকে সামিল হলো মজিলার মত বড় প্রতিষ্ঠানও। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় স্মার্টফোনে এই ব্রাউজারের সক্ষমতা ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিতে আরও শক্তি ও সম্পদ বিনিয়োগের উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান লরা চেম্বারস। তাঁর ইতিপূর্বে এয়ার বিএনবি , পে-প্যাল, ই-বে এর মতো বৃহৎ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
গত বছরের এআই প্রযুক্তি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বের অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীদের ছাঁটাই করে এআই প্রযুক্তিতে বিনিয়োগ শুরু করেছে যাতে চাকুরী হারাচ্ছেন অনেকেই। তবে মজিলা একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সিইও পরিবর্তন ও কর্মী ছাঁটাই করেছে। প্রতিষ্ঠানটি এমন সব খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে, যেগুলো এর প্রসার ঘটাবে এছাড়াও প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলবে।
এআইয়ের মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজারকে আরও স্মার্ট করার সুযোগ দেখছেন প্রতিষ্ঠানটি। বিশেষ করে ‘ফেকস্পট’ নামক প্রতিষ্টানটি ক্রয়ের পর থেকে মজিলা এধরণের প্রযুক্তিতে বেশি আগ্রহীহয়ে ওঠেছে।
এ ধরণের পদক্ষেপেই বোঝা যায়, ওয়েব ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও উন্নতর করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা সার্চের করার সময় ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের সম্মুখীন হবেন না।
প্রসঙ্গত, মজিলা আরও নানা প্রকল্পে কাজ করছে। ভিপিএন ও নিরাপত্তা টুলগুলোর গুরুত্ব দিন দিন কমে বন্ধ হবার পথে। তাই স্মার্টফোনের ফায়ারফক্স ব্রাউজার ও এআইয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দিবে মজিলা।
প্রতিষ্ঠানটি নতুন সিইওয়ের সাহায্যে নিত্যনতুন পণ্য বাজারে নিয়ে আসা এবং ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাও আরও উন্নতর করার আশা করছে মজিলা।