২০১৯ সালে ঘোষণা, অতঃপর বাজারে এল টেসলা সাইবারট্রাক

শামস তারেক আজিজ

ডিসেম্বর ৩, ২০২৩, ০৬:২৫ এএম

২০১৯ সালে ঘোষণা, অতঃপর বাজারে এল টেসলা সাইবারট্রাক

নজরকাড়া ডিজাইন ও আকর্ষনীয় প্রযুক্তি নিয়ে এল এই গাড়ি।

বিশ্বের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। আর এই টেসলা প্রতিষ্ঠানটি শুধু গাড়িই নয় বরং সাম্প্রতিক  বছরগুলোতে সাইবারট্রাক নিয়েও বহুল আলোচিত। সাইবারট্রাক বলতেই যেনো সকলের চোখের সামনে ভেসে ওঠে ভবিষ্যত থেকে আসা কোন আধুনিক গাড়ি। 

নজরকাড়া ডিজাইন ও আকর্ষনীয় প্রযুক্তি আজ থেকে ৪ বছর পূর্বে অর্থাৎ ২০১৯ সালে সকলের আগ্রহের বিষয়ে পরিনত হয়েছিলো। যদিও উন্মোচনের অনুষ্ঠানে টেসলার সিইও ইলন মাস্ক, কর্তৃক সাইবারট্রাকের কাঁচ ভাঙার দৃশ্য বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তদের আলোঢ়ন সৃষ্টি করেছিলো। এরপর থেকেই এটি বাজারে আসার দীর্ঘ অপেক্ষায় দিন গুনছিলেন তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কিছু গ্রাহকদের হাতে তুলে দেওয়া শুরু হয়েছে অত্যাধুনিক এই ট্রাকটিকে। তবে ২০১৯ সালে উন্মোচন অনুষ্ঠানে প্রদর্শিত ট্রাকটি এবং   গত সপ্তাহে ডেলিভারী অনুষ্ঠানের সাইবার ট্রাকটির মাঝে রয়েছে বিস্তর পার্থক্য। শুধুমাত্র প্রযুক্তি কিংবা আকারেই নয় বরং দামের দিকেও এ পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। ২০১৯ সালের তুলনায় বর্তমানে প্রায় ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি খরচ গুনতে হচ্ছে গ্রাহকদের। বিভিন্ন মডেল ও কার্যকারীতার ভিত্তিতে ভাগ করা ট্রাকগুলোয় দেখা গিয়েছে শক্তিমত্তা, সর্বোচ্চ গতি, আকারসহ নানা ধরণের পরিবর্তন।

যদিও ২০১৯ সালের বুলেট প্রুভ কাঁচ ভাঙ্গাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখেছিলেন ইলন মাস্ক। তাইতো একই ধরণের পরীক্ষায় সাইবারট্রাক অবশেষে উত্তীর্ণ হতে পেরেছে। 

দামের পরিবর্তন

টেসলার ওয়েবসাইটের তথ্য অনুসারে তিন ধরণের সাইবার ট্রাকের মধ্যে মধ্যে সবচেয়ে কম মূল্যের , ২৫০ মাইল রেঞ্জের একক মোটর রিয়ার-হুইল সংস্করণটি, যা ৬ দশমিক ৯ সেকেন্ডের শূন্য থেকে ৬০ মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম। যার মূল্য শুরু হবে ৬০,৯৯০ মার্কিন ডলার থেকে যা পূর্বে অনুমান করা হয়েছিলো ৩৯,৯০০ মার্কিন ডলার। যদিও মডেলটি ২০২৫ সালের আগে গ্রাহকদের হাতে আসবে না।

অল-হুইল ড্রাইভ সংস্করণটির আনুমানিক ৩৪০ মাইল রেঞ্জর, যার সর্বোচ্চ গতি ১১২ মাইল/প্রতি ঘন্টা। এর দাম শুরু হয়েছে ৭৯,৯৯০ মার্কিন ডলার থেকে যা পূর্বে ৪৯,৯০০ মার্কিন ডলার অনুমান করা হয়েছিলো। ৮৪৫ হর্সপাওয়ারের সাইবারবিস্ট আনুমানিক ৩২০ মাইল রেঞ্জ মডেল । যাতে ২.৬ সেকেন্ডে ঘন্টায় শূন্য থেকে ৬০ মাইল গতিতে পৌছাতে পারে। 

Link copied!