হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন সুবিধা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৩, ১১:০১ এএম

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ই-মেইল ভেরিফিকেশন সুবিধা

অল্প কিছুদিনের মধ্যেই ই–মেইল ভেরিফিকেশন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা বিনিময়ের অ্যাপ হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের এ সুবিধাটি দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ই–মেইল ব্যবহার করে অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো। এর ফলে ই–মেইল ঠিকানা দিয়ে পরিচয় যাচাই করে হোয়াটসঅ্যাপে ঢোকা যাবে। এখন সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সুবিধাটি পরখ করার সুযোগ পাচ্ছেন অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে বিকল্প একটি উপায় হিসেবে ই–মেইল দিয়েও হোয়াটসঅ্যাপে প্রবেশ করা যাবে। তবে গোপনীয়তার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর ই–মেইল ঠিকানা প্রদর্শিত হবে না। সুবিধাটি নিয়ে তেমন বিস্তারিত তথ্য জানা না গেলেও খুব শিগগির ব্যবহারকারীরা এটি ব্যবহার করার সুযোগ পাবেন।

বলা হচ্ছে, পরীক্ষামূলক পর্যায়ে থাকা নতুন সুবিধাটি হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে সবার জন্য উন্মুক্ত হবে। সুবিধাটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় অপারেটিং সিস্টেমের জন্যই চালু হতে পারে। এ ছাড়া ব্যবহারকারী আগ্রহী না হলে হোয়াটসঅ্যাপে ই–মেইল ঠিকানা যুক্ত না করার সুযোগ পাবেন।

এদিকে সর্বোচ্চ ছয়জন সদস্য নিয়ে নামবিহীন গ্রুপ খোলার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। গ্রুপের টাইটেলেই সব সদস্যের নাম দেখা যাবে। ফলে আলাদাভাবে গ্রুপের নাম নির্বাচনের প্রয়োজন হবে না।

Link copied!