প্রায় তিন মাসের বেটা টেস্টিং শেষে গতকাল থেকে আইওএস ১৭ আপডেট এনেছে অ্যাপল। গত জুনে, WWDC 23 নামক এক অনুষ্ঠানে নতুন অপারেটিং সিস্টেম আপডেট আনার কথা জানিয়েছিল। তবে নির্দিষ্ট কিছু মডেলের ব্যবহারকারীরা শুধুমাত্র নতুন এই ভার্সনে আপডেট করার জন্য উপযুক্ত হবেন।
কারা পাচ্ছেন আইওএস ১৭ আপডেট ?
অ্যাপল তাঁদের WWDC 23 অনুষ্ঠানে জানায়, নতুন বাজারে আসতে যাওয়া আইফোন ১৫ সিরিজে বিল্ট ইন আইওএস ১৭ ভার্সন পাওয়া যাবে। আইফোন এক্স সিরিজের এক্স এস (XS), এক্স ম্যাক্স (XS Max), এক্স আর (XR), এবং আইফোন ১১ থেকে ১৪ সিরিজের প্রত্যেকটি মডেল এই নতুন আইওএস ভার্সনে আপডেটের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। এ তালিকায় আরও থাকছে ২০২০ সালের আইফোন এসই (iPhone SE 2020) । আইফোন এক্স ও এর পূর্বের কোন মডেলেই পাওয়া যাবে না নতুন এই আপডেট।
নতুন কী থাকছে আইওএস ১৭ তে?
এবারের আইওএসে থাকছে বেশ কিছু নতুন আকর্ষণীয় ফিচার। ফোন অ্যাপে থাকছে নতুন আপডেট। এখন থেকে ব্যাবহারকারীরা নিজেরদের কলিং স্ক্রিন প্রোফাইল সাজতে পারবে। কল করা হলে তা দেখতে পারবে অন্যান্য ব্যবহারকারীরা। লাইভ ভয়েস মেইল টুলের মাধ্যমে নতুন রিয়েল-টাইম ট্রান্সক্রিপশন দেখতে পারবেন অপরজন। লাইভ ভয়েস মেইলটি ডিভাইস হ্যান্ডেল করবে এবং এটি সম্পূর্ণ প্রাইভেট থাকবে।
নেম ড্রপ ফিচারের মাধ্যমে এখন থেকে কন্ট্যাক্ট আর ম্যানুয়ালি সেভ করতে হবে না। নতুন এই আপডেটে দুই জনের ফোন একে অপরের কাছে এনেই কন্ট্যাক্ট শেয়ার করে নেওয়া যাবে। একই মাধ্যম ব্যবহার করে ব্যবহারকারীরা কন্ট্যাক্ট এর পাশাপাশি কনটেন্ট বা শেয়ার প্লের মাধ্যমে গান শুনতে ও মুভি দেখতে পারবে। এছাড়া দুটি আইফোন কাছে থাকলে একসঙ্গে গেমও খেলতে পারবে।
স্ট্যান্ডবাই ফিচারের মাধ্যমে দূর থেকে নোটিফিকেশন ফুল স্ক্রিনে দেখা যাবে। এছাড়াও ডিসপ্লেকে সুন্দর ঘড়ির স্টাইল, পছন্দের ফটো বা উইজেট হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়াও নতুন এ ভার্সনে পূর্বের থেকে আরো উন্নত হয়েছে অটো-কারেকশন। কিবোর্ডের আপডেটে এখন শুধু ম্যাসেজে পাঠানো ওটিপি নয় বরং ইমেইলে আসা ওটিপিগুলোকেও নিমেষেই পেস্ট করা যাবে। ম্যাপে অবশেষে আসতে চলেছে অফলাইন সেভ করে রাখার সুযোগ।
কীভাবে আপডেট করবেন ব্যবহারকারীরা?
নতুন এসব ফিচার পেতে হলে নির্দিষ্ট মডেলের ব্যবহারকারীদের ফোনের সেটিংস থেকে জেনারেলে অপশন এ গিয়ে সফটওয়্যার আপডেট করতে হবে।