ফেসবুকের বিকল্প খুঁজছেন?

উম্মেহানি আইরিন

জুলাই ১৮, ২০২৪, ০৭:৪৭ পিএম

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিকে ঘিরে শিক্ষার্থীদের আন্দোলন তুঙ্গে উঠেছে। এই ইস্যুকে কেন্দ্র করে চলতি সপ্তাহের সোমবার থেকেই অন্তর্জাল (ইন্টারনেট) ব্যবহারকারীদের অনেকেই নিজের ফেসবুক লগ-ইনে অসমর্থ হয়েছেন। এতে চলমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে হিমশিম খেতে হচ্ছে। সেজন্য ফেসবুকের বিকল্প খুঁজছেন সাধারণ ব্যবহারকারীরা।

তথ্যপ্রাপ্তির অপ্রতুলতার বিষয়টা আমাদের দৈনন্দিন সামাজিক জীবনে গুরুতর আকার নিয়েছে। আমরা অনেকেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে। বিশেষ করে ফেসবুকের সঙ্গে আমরা যেন আষ্টেপৃষ্টে লেগে আছি।

কোটাবিরোধী আন্দোলনের কারণে অনেক স্থানে ফেসবুক নেটওয়ার্ক সীমিত, আবার কোথাও কোথাও বন্ধ করে দেওয়ায় অনেকে জানতে পারছেন না, যাত্রাপথে বিপদের উৎস কোথায়? আজ আপনাদের জানাতে চলেছি, ফেসবুকের বিকল্প কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে। চলুন জেনে আসা যাক-

ইন্সটাগ্রাম

ইন্সটাগ্রাম
ইন্সটাগ্রাম

বর্তমানে ফেসবুকের মতোই ইন্সটাগ্রাম একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সংযুক্ত থাকার জন্য এটি খুবই জনপ্রিয় একটি মাধ্যম। অনেক  ফেসবুক ব্যবহারকারী এর মধ্যেই ইনস্টাগ্রামে সক্রিয় রয়েছে। তবে এই প্ল্যাটফর্মে সাধারণত রাজনীতি ও বিশ্ব সংবাদ সম্পর্কে কম আলোচনা হয়ে থাকে। ফলে সেটা ব্যবহারকারীর জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

কেভিন সিস্ট্রোম ও মাইক ক্রিয়েগার নামে দুজন সংঘবদ্ধ হয়ে ২০১০ সালে ইন্সটাগ্রাম প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। এরপর ২০২২ সালে মেটা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপসহ ইন্সটাগ্রাম কিনে নেয়। বর্তমান মার্ক জাকারবার্গ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক ও ইন্সটাগ্রামের প্রধান নির্বাহী (সিইও) ও সহ-প্রতিষ্ঠাতা।

রেডিট 

রেডিট
রেডিট

এটি আমেরিকান সামাজিক সংবাদ সমষ্টি ও সামাজিক নেটওয়ার্ক সাইট এবং আলোচনাধর্মী ওয়েবসাইট।
এর নিবন্ধিত ব্যবহারকারীরা ওয়েবসাইটে বিষয়বস্তু জমা দেয়, লিখিত পোস্ট (টেক্সট), ছবি ও ভিডিও, যার উপরে অন্য সদস্যরা ভোট দেন। যেসব পোস্টে বেশি আপভোট পড়ে তারা সাবরেডিটের শীর্ষে প্রদর্শিত হয় এবং যদি তারা পর্যাপ্ত আপভোট পায় তাহলে শেষ পর্যন্ত সাইটের প্রথম পৃষ্ঠায় চলে আসে।

২০০৫ সালের ২৩ জুন স্টিভ হাফম্যান রেডিট অবমুক্ত করেন। বর্তমানে তিনিই কোম্পানির প্রধান নির্বাহী (সিইও)।

টেলিগ্রাম

প্রাথমিকভাবে গোপনীয়তার উপর জোর দেওয়ার কারণে টেলিগ্রামে বর্তমানে  মিলিয়ন মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীতে উন্নীত হয়েছে। অ্যাপটি টেক্সট চ্যাট, ভয়েস কল, মজার স্টিকার ও মিডিয়া সংযুক্তিসহ মেসেঞ্জারের অনেক বৈশিষ্ট্যের প্রতিলিপি করে।  এটি গ্ব্যবহারকারীদের ফেসবুক প্রোফাইলের মতো আপডেটগুলো পোস্টের অনুমতি দেয়।

২০১৩ সালের ১৪ আগস্ট আইফোনে এবং ২০ অক্টোবর অ্যান্ড্রয়েডে টেলিগ্রাম অবমুক্ত করেন পাভেল দুরভ।

টুইটার

ফেসবুকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী টুইটার। এটি ফেসবুকের মতোই আরেকটি সামাজিক মাধ্যম। টুইটের জন্য প্রত্যক্ষভাবে টুইটারের ওয়েবসাইট ব্যবহার করা যায়। মোবাইল ফোন বা এসএমএসের মাধ্যমেও টুইট লেখার সুযোগ আছে। টুইটার মূলত একটি মাইক্রো ব্লগিং সাইট।টুইটার সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ মাধ্যম।

২০০৬ সালে ইভান উইলিয়ামস ও বিজ স্টোন টুইটার প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালে স্পেসএক্স ও টেসলার নির্মাতা ইলন মাস্ক প্ল্যাটফর্মটি কিনে নেন। এরপর টুইটারের নাম বদলে রাখেন- ‘এক্স হ্যান্ডেল’।

ভাইবার

ভাইবার হল একটি তাৎক্ষণিক বার্তা প্রেরক,  তাৎক্ষণিক বার্তা প্রেরন ছাড়াও ব্যবহারকারীরা ছবি, ভিডিও এবং অডিও মিডিয়া বার্তা বিনিময় করতে পারেন।

জাপানের রাজধানী টোকিওর সেতাগায়া-কু এলাকা ভাইবারের সদর দপ্তর অবস্থিত। রাকুটেন ভাইবারের নামানুসারে প্ল্যাটফর্মটির নামকরণ করা হয়। যুক্তরাষ্ট্রের অন্তত ৮২ লাখ ব্যবহারকারী ভাইবার ব্যবহার করেন।

লিংকডইন

লিংকডইন হলো একটি প্রফেশনাল নেটওয়ার্ক যা বিভিন্ন পেশাজীবী বা পেশাদার ব্যক্তিদের সংযুক্ত করে থাকে। অর্থাৎ এক সূত্রে গেঁথে রাখে। আবার অনেক ক্ষেত্রে এটা ব্যবহারকারীদের দক্ষতা বাড়ানোর প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহৃত হয়। লিংকডইনকে এক কথায় আপনি প্রফেশনালদের জন্য ফেসবুক বলতে পারেন। লিংকডইনে পেশাদার ব্যক্তিরা একে অন্যের সঙ্গে খুব সহজেই সংযুক্ত হতে পারেন। এ ছাড়া যারা সবেমাত্র পেশাজীবন শুরু করেছেন তাদের ক্যারিয়ার গড়তে অনেক সুযোগও রয়েছে এই নেটওয়ার্ক।

২০০৩ সালের ৫ মে রেইড হাফম্যান ও এরিক-লি নেটওয়ার্ক প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালের ডিসেম্বরে সম্পূর্ণরূপে মাইক্রোসফট এর মালিকানা প্রাপ্ত হয়।

পিন্টারেস্ট

সহজ ভাষায় বলতে গেলে এটি একটি ফটো শেয়ারিং সোশ্যাল সাইট। যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম বা টুইটারে আমরা ছবি শেয়ার করি তেমন ভাবেই এখানেও একটা অ্যাকাউন্ট তৈরি করে যতো খুশি ছবি ফ্রি-তে শেয়ার করতে পারি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে এর সদর দপ্তর অবস্থিত। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠািতা বেন সিলবারম্যান, পল স্কিরা ও ইভ্যান শার্প। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ৪৬ শতাংশ পিন্টারেস্ট ব্যবহারকারীর বয়সসীমা ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। ৪০ শতাংশের বয়সসীমা রয়েছে ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে।

Link copied!