ওয়ানপ্লাস ১২: মাথানষ্ট করা ক্যামেরার আবির্ভাব!

শামস তারেক আজিজ

জানুয়ারি ২৫, ২০২৪, ০৮:৫৮ পিএম

ওয়ানপ্লাস ১২: মাথানষ্ট করা ক্যামেরার আবির্ভাব!

সংগৃহীত ছবি

বিশ্বের অসংখ্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ওয়ানপ্লাস নামটি ব্যবহারকারীদের মাঝে একটি আলাদা স্থান দখল করে আছে। সূচনালঘ্ন থেকেই আধুনিক এবং প্রতিনিয়ত নতুন প্রযুক্তির স্মার্টফোনের বিকাশে অন্যতম ভূমিকা রেখে এসেছে প্রতিষ্ঠানটি। 

গত বছরের নভেম্বর মাসে প্রতিষ্ঠানটি তাদের নতুন ওয়ানপ্লাস ১২ সিরিজের ফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে রীতিমতো স্মার্টফোন দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। আর এরই আলোচনা-সমালোচনা সাম্প্রতিক সময়ে আরও অনেক গুণে বেড়েছে কারণ প্রায় দুই মাসের অপেক্ষার পর অবশেষে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাজারে এসেছে ফোনটি।

স্মার্টফোনের জগতে ২০২৩ সালের শেষ এবং ২০২৪ সালের শুরুটা হয়েছে এআই ঝড়ের মাধ্যমে। বিশ্বের অন্যান্য প্রায় সকল ক্ষেত্রের মতো স্মার্টফোন জগতেও প্রবেশ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)।

গুগল কিংবা স্যামসাং-এর মতো বৃহৎ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন তাদের ফোনে এআই প্রযুক্তি আনছে ঠিক সেই সময় ওয়ানপ্লাস তাদের স্মার্টফোনে কোন প্রকার জেনারেটিভ এআই-এর ছোঁয়া না রেখে যেনো অনেককে রীতিমতো চমকে দিয়েছে। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীদের হতাশায় রাখতে চায় না প্রতিষ্ঠানটি। 

হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার উভয় ক্ষেত্রেই ওয়ানপ্লাস নতুন প্রযুক্তির ব্যবহার করেছে তাদের সর্বশেষ ফোনে। চলুন দর্শক জেনে নেই কী ধরনের প্রযুক্তির সমাহার ঘটেছে নতুন এই ফোনে।

ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনটির স্ক্রিন হিসেবে ব্যবহার করা হয়েছে ১৪৪০পি রেজ্যুলেশনের, ৬.৮ ইঞ্চির, ১২০হার্যে ওএলইডি ডিসপ্লে। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক ৮ জেন ৩ প্রসেসর। যাতে করে পরবর্তীতে এআই ফিচার যুক্ত হলেও ফোনটি নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয় ব্যবহারকারীদের। 

ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে ৫৪০০ এমএএইচ এর ব্যাটারি যাতে ১০০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করা যাবে। ওয়্যাররলেস চার্জিং-এ ৫০ ওয়াট পর্যন্ত গতিতে চার্জ করা যাবে ফোনটিকে। সাম্প্রতিক বছরে ফ্ল্যাগশিপ ফোনগুলোর বক্সে কোন ধরনের চার্জার না থাকলেও নতুন এই ফোনের বক্সে থাকছে ১০০ ওয়াটের চার্জার। প্রতিষ্ঠানটির দাবি এটি দ্বারা শূন্য থেকে ৫০ শতাংশ ব্যাটারি চার্জ করা যাবে মাত্র ১২ মিনিটেই। অনাকাঙ্খিত হিটিং ইস্যুর সমাধান হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিক্যুইড ভ্যাপর কুলিং সিস্টেম।

ফোনটির পেছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের প্রধান হ্যাসেলব্ল্যাড ক্যামেরা সেন্সর এছাড়াও থাকছে  একটি ৪৮ মেগপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা সেন্সর। সামনে থাকছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর।

যুক্তরাষ্ট্রের বাজারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮৭ হাজার টাকা। ১৬জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ১ লক্ষ টাকা। 

Link copied!