সামাজিক মাধ্যম হতে যাচ্ছে বিজ্ঞাপন মুক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৩, ১০:২৫ পিএম

সামাজিক মাধ্যম হতে যাচ্ছে বিজ্ঞাপন মুক্ত

সামাজিক মাধ্যম ব্যবহার করার সময় হঠাৎ ফোনের স্ক্রিনে ভেসে আসে বিজ্ঞাপন। যা অনেকসময় বিরক্তিকর হয়ে দাঁড়ায়।

এই সমস্যার সমাধানে এল নতুন তথ্য। বেশিরভাগ দেশে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন বা গ্রাহক সেবা চালু করতে যাচ্ছে সামাজিক বিভিন্ন প্লাটফর্ম। এর ফলে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন। দ্য ইকোনোমিস্ট এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত মাসে মেটা ঘোষণা দেয়, ফেসবুক ও ইন্সটাগ্রাম বিজ্ঞাপন ছাড়া ব্যবহার করতে চাইলে প্রতিমাসে ৯.৯৯ ইউরো (৮.৭২ পাউন্ড) দিতে হবে ব্যবহারকারীদের। অক্টোবরে, এক্স (যার আগের নাম ছিল টুইটার) একটি বিজ্ঞাপন-মুক্ত বিকল্প চালু করেছে। এক্স এর গ্রাহকদের এজন্য ১৬ পাউন্ড দিতে হবে প্রতি মাসে। 
এর পাশাপাশি অন্য একটি সংস্করণও (স্ট্যান্ডার্ড প্রিমিয়াম টায়ার) রয়েছে যা অন্যান্য সুবিধার মধ্যে ব্যবহারকারীর অ্যাকাউন্টে একটি ‘ব্লু চেকমার্ক’ দিয়ে থাকে।

এছাড়াও টিকটকও বিজ্ঞাপন-মুক্ত পরিষেবার কথা ভাবছে, যা এখনও পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। এর জন্য প্রতি মাসে ৪.৯৯ ডলার দিতে হবে। তবে এটি পুরো পৃথিবী জুড়ে চালু করা হবে কিনা তা এখনো জানা যায়নি।
বিজ্ঞাপন প্রতিষ্ঠান ম্যাডিসন অ্যান্ড ওয়াল-এর পরামর্শদাতা ব্রায়ান উইজার বলেছেন,প্রযুক্তিতে নানা ধরনের পরিবর্তন এসেছে। ভিডিও, অডিওকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনদাতারা এখন অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজছেন। 

নতুন এই ব্যবস্থার ফলে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিকল্প থাকবে। 

যারা বিনামূল্যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার চালাতে পারবেন, সে ক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হতে পারে। অথবা অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারে। তখন ব্যবহারকারীর পছন্দের ভিত্তিতে যে সকল বিজ্ঞাপন থাকে, তা সম্পূর্ণ ভাবে সরিয়ে দেওয়া হবে। তবে, প্রাথমিক পর্যায়ে মাসিক ভিত্তিতে নির্ধারিত গ্রাহক মূল্যের চাইতে তাঁদের বেশি অর্থ ব্যয় করতে হতে পারে। 

Link copied!