প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে (বর্তমানে এক্স) ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের মাগশট বা বন্দিদের মুখমণ্ডলের ছবি প্রকাশ করে একটি টুইট করেন তিনি। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার উস্কানি দানের অভিযোগে তৎকালীন টুইটারে স্থায়ীভাবে নিষিদ্ধ হন ট্রাম্প। যদিও অনেক আগেই এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল, তারপরও এতদিন নীরব ছিলেন তিনি। নিষিদ্ধ হওয়ার ২ বছর ৭ মাস ১৬ দিন পর কোনো টুইট করলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
গতকাল জর্জিয়ার আটলান্টায় আত্মসমর্পণের পর কারা কর্তৃপক্ষ তার যে, মাগশট নিয়েছে, সেই ছবিই পোস্ট করেছেন। এর সাথে যুক্ত করেছেন “নির্বাচনে হস্তক্ষেপ। কখনও আত্মসমর্পণ নয়!” উপরে নিজের নির্বাচনী ক্যাম্পেইন ওয়েবসাইটের লিঙ্কও দিয়েছেন তিনি।
২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল-এ হামলা করে ট্রাম্পের সমর্থকেরা। যার ৩ দিন পর ৯ জানুয়ারী এ হামলায় উস্কানীর অভিযোগে তাঁর টুইটার একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে ২০২২ সালে, ইলন মাস্ক টুইটার কিনে নেন এবং এর নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। পরবর্তীতে জনগণের সাড়ায় ২০ নভেম্বর ট্রাম্পকে তাঁর একাউন্ট ফিরিয়ে দেবার ঘোষণা দেন ইলন।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের মামলায় ডোনাল্ড ট্রাম্প আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে বিশ মিনিট জর্জিয়ার ফুলটন কান্টি কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের মাগশট এটি।
পোস্টটি প্রায় ৯ ঘণ্টায় ৩ লক্ষ বারের অধিকবার রিপোস্ট হয়েছে । একাউন্টটিতে বর্তমানে ৮ কোটি ৭০ লক্ষ ফলোয়ার আছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতা পাওয়ার তালিকায় এগিয়ে আছেন তিনি।