থার্ডপার্টি কি-বোর্ড ব্যবহারে চুরি হতে পারে আপনার পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য

শামস তারেক আজিজ

ডিসেম্বর ১২, ২০২৩, ০১:০২ পিএম

থার্ডপার্টি কি-বোর্ড ব্যবহারে চুরি হতে পারে আপনার পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য

প্রতীকী ছবি

দৈনন্দিন জীবনে আমরা আমাদের স্মার্টফোনে নানা ধরণের কি-বোর্ড ব্যবহার করে থাকি। এর মাঝে বেশিরভাগই বিভিন্ন থার্ড পার্টি কি-বোর্ড অ্যাপ। সাধারণত ডিফল্ট কি-বোর্ড অ্যাপের তুলনায় থার্ড পার্টি অ্যাপ গুলো অনেক বেশি আকর্ষনীয় হওয়ায় স্বাভাবিকভাবেই সেটি ব্যবহারকারীদের কাছে বেশি পছন্দের। কিন্তু সম্প্রতি এক গবেষণায় এধরণের কিবোর্ড নিয়ে বেরিয়ে এসেছে এমন ধরণের তথ্য যা শুনে নিরাপত্তা শঙ্কায় পড়তে পারেন আপনিও।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্টো সফটওয়্যার সাম্প্রতিক তথ্যমতে, কি–বোর্ড অ্যাপের মাধ্যমে আইফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যবহারকারীদের পাসওয়ার্ডসহ বিভিন্ন তথ্য এমনকি অনলাইন কার্যক্রমের ইতিহাস সংগ্রহ করছে সাইবার অপরাধীরা। আইফোনের ডিফল্ট কি–বোর্ড অ্যাপ এবং ম্যালওয়্যারযুক্ত এইসব কি–বোর্ড অ্যাপগুলো দেখতে অনেকটা সাদৃশ্যপূর্ণ হওয়ায় একে শনাক্ত করা কষ্টসাধ্য। একারণেই ব্যবহারকারীরাও নিশ্চিন্তে এগুলো ব্যবহার করেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপেল তাদের অ্যাপ স্টোরে নতুন কোন অ্যাপ্লিকেশন যুক্ত করার আগে সেটির নিরাপত্তা যাচাই করে থাকে। এছাড়াও নিজেদের ‘টেস্টফ্লাইট’ অপশনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটির নির্মাতাদের সর্বোচ্চ ১০ হাজার ব্যক্তির ওপর অ্যাপটির কার্যকারিতা পরীক্ষার সুযোগ করে দেয়। আর এই ব্যবহারকারীদের মতামতের উপর ভিত্তি করেই পরবর্তীতে অ্যাপ স্টোরে যুক্ত করা হয় অ্যাপটিকে।

অ্যাপলের এই ‘টেস্টফ্লাইট’ অপশন কাজে লাগিয়েই মূলত কি–বোর্ড অ্যাপের মাধ্যমে আইফোনে ‘স্টকারওয়্যার’ নামের ম্যালওয়্যার প্রবেশ করিয়ে তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা।

সার্টো সফটওয়্যারের প্রতিবেদন অনুসারে, কি–বোর্ড অ্যাপগুলো পরীক্ষা করার জন্য ডাউনলোড করলেই আইফোনে স্টকারওয়্যার ম্যালওয়্যার প্রবেশ করে। আর এতেই ব্যবহারকারীরা আইফোনের কি–বোর্ডে যেকোনো কিছু লিখলে তা সাইবার অপরাধীদের কাছে পৌছে যায় ম্যালওয়্যারটি সাহায্যে। এভাবে সাইবার অপরাধীরা দূর থেকেই নির্দিষ্ট আইফোন ব্যবহারকারীর কি-বোর্ডের সাহায্যে লেখা সকল বার্তা, নানা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ওটিপি কোড, ব্যাংক হিসাবের তথ্যসহ অনলাইন কার্যক্রমের ইতিহাস সংগ্রহ করে। এর মাধ্যমে অপরাধ সংঘটিত করে থাকে।

তাই এধরনের সাইবার অপরাধীর থেকে রক্ষা পেতে অপরিচিত প্রতিষ্ঠানের তৈরি কি–বোর্ড অ্যাপ আপনার আইফোনে থাকলে তা তাৎক্ষনাৎ মুছে ফেলার পরামর্শ নিরাপত্তা–বিশ্লেষকেদের। এর পাশাপাশি কোনো অ্যাপ ডাউনলোড করে পরীক্ষা করার আগে সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন তাঁরা। 

Link copied!