অক্টোবর ১৪, ২০২২, ০৪:৪০ পিএম
জাতীয় জাদুঘরে কবীর সুমনের গানের অনুষ্ঠান আয়োজনে ঢাকা মহানগর পুলিশ আপত্তি জানালে আয়োজক কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজনের অনুমতি চায়। এ ব্যাপারে পুলিশ সবুজ সংকেত দিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে বলেন, জাদুঘরে নিরাপত্তার কথা ভেবে সেখানে অনুমতি দেওয়া হয়নি। আয়োজকরা পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে আমরা তা অনুমোদন করি।"
বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন।
৩০ বছর আগে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা হয়। সেই ধারার পুরোধা সুমন ১৩ বছর পর ঢাকায় এসেছেন, ফলে বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।
সন্ধ্যায় শিল্পকলায় সংবাদ সম্মেলন করে অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পিপহোলের কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ।
১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সুমনের কণ্ঠে আধুনিক বাংলা গান দিয়ে অনুষ্ঠানের শুরু করার কথা ছিল। ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল পরিবেশনার পর ২১ অক্টোবর আধুনিক বাংলা গান দিয়ে আয়োজন শেষ করার কথা ছিল।
তিন দিনের এই অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়েছে আগেই। বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল কর্তৃপক্ষ বলেছিল, তাদের সব প্রস্তুতি চূড়ান্ত। বিদেশি শিল্পীকে নিয়ে এই আয়োজনের সব অনুমতিই নেওয়া আছে। কিন্তু ঢাকা মহানগর পুলিশ সায় না দেওয়ায় জাদুঘরে এই গানের অনুষ্ঠান হবে কি না এ নিয়ে চিন্তা শুরু হয় সবার।
গত বৃহস্পতিবারও জাদুঘরেই অনুষ্ঠানটি হবে এ নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন আয়োজকরা। জাতীয় জাদুঘর কর্তৃপক্ষও নিশ্চয়তা দিয়েছিল অনুষ্ঠান সেখানেই হবে। পুলিশ শেষ পর্যন্ত অনুমতি না দেয়ায় পিপহোল কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত ৮টার দিকে বরাদ্দের বিষয়ে কথা বলতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যান।
তবে গানের অনুষ্ঠান আয়োজনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে নেই। সাউন্ড সিস্টেমও ভালো না। এর আগে দেশের একটি শীর্ষ ব্যান্ডদল মিলনায়তন বরাদ্দ নিয়েও পরে সাউন্ড সমস্যার কারণে শো করেনি। তবে আয়োজকরা সব অনুমতি নিয়ে নিয়ম মেনে অনুষ্ঠান করতে চাইলে মিলনায়তন বরাদ্দ দিতে যে আপত্তি নেই, সে কথাও কর্তৃপক্ষ জানিয়ে দেয়।
এবারের অনুষ্ঠানটি ঘিরে তরুণদের উৎসাহ দেখে ঢাকার আসার আগে এক ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে কবীর সুমন বলেছিলেন, “আমার ৭৩ বছর চলছে। আর বেশি দিন তো নেই। আরো অনেক বছরও যদি বাঁচি, এই গলাটা তো আর থাকবে না। সুর তো থাকবে না। তাই যতদিন আছি, সকলে যদি শোনেন আমার খুব ভালো লাগবে।”