কলকাতার জনপ্রিয় লোকসংগীত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। বাদ্যযন্ত্রের সাহায্যে লোকসংগীতের মধ্যে নতুনত্ব এনেছিলেন তিনি। কিন্তু মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। ২০১৭ সালের ৭ মার্চ, মাত্র ছেচল্লিশ বছর বয়সে হুগলির গুড়াপের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কালিকা ভট্টাচার্য। বীরভুমে গানের এক অনুষ্ঠান শেষে আসার পথে সেই সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি এবং তার দল।
তার মৃত্যুর ৪ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তাকে ভুলতে পারেনি বাংলার সংগীত জগত। মানুষের স্মৃতিতে থাকার মতো একজন মানুষ কালিকাপ্রসাদ। আসামের শিলচরে ১৯৭০ সালে ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৯ সালে তিনি উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের পল্লীগান ও লোকায়ত গানের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকসংগীতের ব্যান্ড দোহার প্রতিষ্ঠা করেন। দোহার এর উপস্থাপনা ছিল স্বতন্ত্র আসল। তাদের কর্মক্ষমতায় ছিলও আশ্চর্যজনকভাবে শহুরে অনুভূতি একত্রিত করা ক্ষমতা। তার গানগুলো একই সাথে গবেষণা এবং বিনোদন। আসাম তথা উত্তর-পূর্ব ভারতের সিলেটি গান‚ বিহু‚ বাউল, কামরূপী‚ ভাওয়াইয়া গান তিনি দেশে-বিদেশে গেয়েছিলেন। তিনি বেশ কয়েকটি ছায়াছবির গানেও অবদান রাখেন।
২০০৭ সালে তিনি সুমন মুখোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র 'চতুরঙ্গয়'-র জন্য গান গেয়েছিলেন। ২০০৮ সালে গৌতম ঘোষের পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রকল্প, 'মনের মানুষ' চলচ্চিত্রে গান গেয়েছিলেন, কালিকাপ্রসাদ। যার জন্য তিনি পেয়েছিলেন সোনালি ময়ূর পুরষ্কার। ২০১২ সালে কালিকাপ্রসাদর গবেষণামূলক নিবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও নিউজ পেপারে প্রকাশিত হয়। বাংলা লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য রাজ্যসরকার ২০১৩ সালে ‘সঙ্গীত সম্মানে' ভূষিত করেন এই শিল্পীকে। সংগীত জগতে তার এই অবদানের জন্য এখনও সবার স্মৃতিতে রয়ে গেছেন তিনি।