সারা বিনতে আফজলের ‘আশ্রয়’ পেল সেরার মুকুট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২১, ০৬:০৫ পিএম

সারা বিনতে আফজলের ‘আশ্রয়’ পেল সেরার মুকুট

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তৃতীয় বাংলাদেশ স্বল্পদর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১ অনলাইনে অনুষ্ঠিত হয়। জুন মাসে অনুষ্ঠিত উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র গুলোর মধ্যে ‘শ্রেষ্ঠ কাহিনী চলচ্চিত্র’ পুরষ্কার পায় সারা বিনতে আফজল নির্মিত ‘আশ্রয়’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগে স্নাতক সমাপনীতে বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা গ্র্যাজুয়েট প্রোডাকশনীতে রুটিন প্রডাকশ করলেও ব্যাতিক্রম ছিলেন সারা৷ সৈয়দ ওয়ালীউল্লাহ'র ছোট গল্প 'খুনী' অবলম্বনে 'আশ্রয়' চলচ্চিত্রটির চিত্রনাট্য নির্ধারণ করে সারা তার গ্র্যাজুয়েট প্রোডাকশনের পরিকল্পনা সাজাতে থাকেন বহু আগে থেকেই। 

পুরষ্কার পাওয়ার পর দ্য রিপোর্ট ডট লাইভের সাথে কথা বলেন তরুণ নির্মাতা সারা বিনতে আফজল।

দ্য রিপোর্ট ডট লাইভ : এতোগুলো চলচ্চিত্রের মাঝে সেরা চলচ্চিত্রের পুরষ্কার পাওয়ার পর কেমন লাগছে আপনার?

সারা বিনতে আফজল : নিঃসন্দেহে ভালো লাগার মতোই ব্যাপার। গত জুনে আসলে এই উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। মাঝখানে কোভিড পরিস্থিতির কারণে ডিসেম্বর মাসে এসে পুরষ্কারগ্রহণ করতে পেরেছি। মঞ্চে উঠে ক্রেস্ট গ্রহণ করার সময় বুঝলাম এই ক্রেস্টের ওজনতো অনেক ভারী। হা হা হা… তখন মনে হচ্ছিলো এখন আসলে সামনের দিনগুলোতে আরও অনেক কাজের ভার নিতে হবেই। পুরষ্কার পেলে একধরনের দায়িত্বের ভার ও চলে আসে বলতে পারেন।

asroy

মৃত্যু ও তারপর জীবনের জন্য এক নির্মম আর্তি রয়েছে এই ২০ মিনিটের চলচ্চিত্রে।

দ্য রিপোর্ট ডট লাইভ : এর আগে কি কোথাও আপনার ‘আশ্রয়’ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে?

সারা বিনতে আফজল : না এটাই প্রথম পুরষ্কার। আমার প্রথম সিনেমা আশ্রয়, প্রথম পুরষ্কার ও এইটা। তবে এর আগে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আশ্রয় প্রদর্শিত হয়েছে।

দ্য রিপোর্ট ডট লাইভ : 'আশ্রয়' নির্মানের পেছনের গল্প শুনতে চাই-

সারা বিনতে আফজাল : 'আশ্রয়' কে আমি বলবো আমার পরীক্ষার খাতা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের স্নাতক শেষ পর্বে এসে আমাদের ক্লাসের সবাইকেই একটা প্রোডাকশন করতে হয়। তো এই জিনিসটা আমি অনেক আগে থেকেই মাথায় রেখেছিলাম। যে গ্র্যাজুয়েট প্রোডাকশনে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। প্রোডাকশন কোর্সে আমার সুপারভাইজার ছিলেন বিভাগের শিক্ষক এস এম ইমরান হোসেন। স্নাতকের শেষ সেমিস্টারে এসে আমি এবং আমার টিম দীর্ঘ ছয় মাস শ্রম দিয়েছি সিনেমা নির্মানের পেছনে।

Sara 5
নিজের বিভাগ থেকে সর্বোচ্চ সহযোগীতা পেয়েছেন বলে জানান তিনি।

দ্য রিপোর্ট ডট লাইভ : আপনার প্রোডাকশন টিম কাদের নিয়ে করেছিলেন?

সারা বিনতে আফজাল : আমার বিভাগের সিনিয়র এবং জুনিয়ররা ছিল আসলে। স্ক্রিপ্ট করেছেন নাজমুন নাফিস খান, চিত্রগ্রাহক ছিলেন এস কে শুভ। তারা দুজনেই আমার বিভাগের সিনিয়র। এছাড়া প্রোডাকশন ম্যানেজার, সহকারি পরিচালক এরা সবাই ছিল আমার বিভাগের জুনিয়র। পোস্ট প্রডাকশনের কাজ করি গ্র্যাভিটি স্টুডিয়তে।প্রযোজক ছিলাম আমি আর আমার বাবা এম এ আফজল। সিনেমার শ্যূটিং সবটাই আমার নিজ জেলা কিশোরগঞ্জের বিভিন্ন লোকেশনে শ্যুট করা। অভিনয় শিল্পী ছিলেন সাইদ বাবু, ইকবাল আহমেদ, নাজমুন নাফিসখান, মৌসূমি মোশাররফ, মিতা।

দ্য রিপোর্ট ডট লাইভ : সামনের দিন গুলোতে আপনার পরিকল্পনা কি?

সারা বিনতে আফজাল : বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেইজে নতুন মুক্তি পাওয়া বাংলাদেশী চলচ্চিত্রের রিভিউ করি। ভবিষ্যতে আসলে আমি চলচ্চিত্র নির্মান এবং চলচ্চিত্র বিষয়ক গবেষণার সাথে থাকবো এমনটাই পরিকল্পনা।

প্রসঙ্গত, সারাদেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে প্রায় ৪০০টি চলচ্চিত্র থেকে ১১৯টি চলচ্চিত্র প্রদর্শিত হয় যেখানে আশ্রয় চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা অর্জন করে। গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে উৎসবে পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্র গুলোর প্রদর্শনী এবং পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকীকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি জুরি কমিটি চলচ্চিত্রগুলোর ভেতর থেকে পুরস্কারের জন্য চূড়ান্ত করেছেন। কমিটির অন্যান্য সদস্য হলেন চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ফরিদুর রহমান, জাহিদুর রহমান অঞ্জন, অমিভাত রেজা চৌধুরী এবং কমিটির সদস্যসচিব একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

Link copied!