অধিনায়কত্ব ইস্যু

সাকিবের সঙ্গে আলোচনা করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৩, ১২:১৪ এএম

সাকিবের সঙ্গে আলোচনা করবে বিসিবি

সাকিব এখন মাগুড়ায় ভোটের প্রচারণায় ব্যস্ত ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান তিন ফরম্যাটের অধিনায়ক। তবে সংসদ নির্বাচন করছেন। সামনে সময় পাবেন কিনা সেসব নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবে। 

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সাকিবের অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন। তিনি বলেন,‘ দেখুন, সাকিব চালিয়ে যাবে কি যাবে না সেটা পরের কথা। অধিনায়ক হিসেবে সাকিবকে আমাদের দায়িত্ব দেয়া ছিল। যেহেতু সাকিব ইনজুরিতে, যেতে পারেনি। সে নিজেও বলেছে। হয়ত নিউজিল্যান্ডে খেলতে যাওয়ার কথা ছিল, প্রথম দিকে ওয়ানডে খেলে হয়ত চলে আসতো। কিন্তু সেটা পারেনি ইনজুরির কারণে। তার মানে সে যদি থাকতো অধিনায়কত্ব করতো। যেহেতু ইনজুরির কারণে সে যেতে পারিনি তাই শান্ত অধিনায়কত্ব করছে। শান্তকে আমরা আগামী সিরিজ পর্যন্ত দিয়েছি। এখন সাকিব অধিনায়কত্ব করবে কি করবে না বা শান্তকে আমরা দিব কিনা এই সিদ্ধান্তগুলো আসবে ক্রিকেট বোর্ড থেকে। সাকিব অধিনায়কত্ব করে যাচ্ছিলো বলে বলেছি সাকিব এখনও আমাদের অধিনায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা কোনো সমস্যা না। অবশ্যই, তার সঙ্গে আমরা আলাপ আলোচনা করব, সাকিবের পরিকল্পনা জানবো।  সেটা জানার পরই বুঝতে পারবো আগামীতে কে দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব করবে।

শরিফুল ও তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দেয়নি ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন,‘ দেখুন, পেসাররা কিন্তু সাধারণত ইনজুরি প্রবণ। আপনারা দেখেছেন, ইবাদত ইনজুরিতে পড়ে বসে আছে। আমাদের পেস বোলিংয়ে ও আমাদের একটা সম্পদ ছিল। যেভাবে খেলে আসছিল বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হতে পারতো। তাসকিনও ইনজুরিতে, বিশ্বকাপে সে ৫০ শতাংশ ইনজুরি নিয়ে খেলেছে। ফুল ফিট ছিল না, ওইখানে সে সাফার করেছে আমরাও সাফার করেছি। পেস বোলিং কে কখন খেলতে পারবে এটা বলা কঠিন। তাদের ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। আমরা ফিটনেসের ওপর ফোকাস দিতে চাই। এজন্যই আমরা দেখেন তাসকিনকে আইপিএলে যাওয়ার অনুমতি দিইনি, শরিফুলকেও না। দুজনই ইনজুরি প্রবণ খেলোয়াড়। আমরা চাই আরও কিছু পেস বোলার আমাদের হাতে গড়ে তোলার জন্য। যাতে আমাদের কাছে বিকল্প থাকে। কারণ এখন দেখা যাচ্ছে, পেস বোলারদের খেলাতে হলে আপনাকে রোটেট করে খেলাতে হবে। যেহেতু বেশিরভাগই ইনজুরিতে আক্রান্ত হয়ে থাকে। আমরা চাই আরও কিছু পেস বোলার নিয়ে আসার জন্য। সামনে নিয়ে আসার জন্য। কিছু পেস বোলার আছে নির্বাচকরা দেখছে, টিম ম্যানেজমেন্ট নজর রাখছে। ভবিষ্যতে হয়ত আমরা কিছু পেস বোলার যোগ করতে পারি। হয়ত সামনে তাদের দেখতে পাবেন।

 

Link copied!