মে ২৭, ২০২৪, ০১:১৯ পিএম
যুক্তরাষ্ট্রে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ। গ্রুপ ফটো দিয়েছেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তরা। এবার জার্সিতে নতুনত্ব রয়েছে। জার্সির হাতায় সোনালী বা গোল্ডেন বর্ডার রাখা হয়েছে। কলার হাফ। ফুল কলার রাখা হয়নি। আর এজন্য আলোচনা ও সমালোচনা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট দল দেশে জার্সি উন্মোচন করেনি। নানা ব্যস্ততা ছিল। জিম্বাবুয়ে সিরিজ চলেছে। আবার যুক্তরাষ্ট্রে সিরিজ ছিল। ভক্ত ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। তবে অবশেষে আইসিসির মিডিয়া ডে ছিল। সেখানে তারা জার্সি পড়েই ছবি তুলেছে।
টি টোয়েন্টি বিশ্বকাপ ১ জুন শুরু হলেও বাংলাদেশের খেলা পরে। ৮ জুন তারা শ্রীলংকার মোকাবিলা করবে। এ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল রয়েছে।
জার্সিতে লাল সবুজের সাইন রয়েছে। বুকের পুরোটা বাঘের ডোরাকাটা। যেমনটা প্রতিবার থাকে। শুধু সোনালী বর্ডারটা নতুন একেবারে।