বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু বিশ্লেষণ: ধর্মশালা

মুবিন আহমেদ

অক্টোবর ১, ২০২৩, ০৭:০১ পিএম

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভেন্যু বিশ্লেষণ: ধর্মশালা

সংগৃহীত ছবি

সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ। ৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ধর্মশালায়, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ১০ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের প্রথম দুই ম্যাচের ভেন্যু নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।  

নীল আকাশের বুক চিরে উঠে গিয়েছে বরফঢাকা ধৌলাধার পাহাড়। তার বুকে সবুজ বৃত্তাকার স্টেডিয়াম। কিছুটা প্যাগোডার আদলে নির্মিত প্যাভিলিয়ন। ক্রিকেটার হোক বা দর্শক, মনোরম নৈসর্গ মুগ্ধ করে দেবে সকলকে। বরফে আচ্ছাদিত হিমালয় পাহাড়ের কোলঘেষে দৃষ্টিনন্দন এই ক্রিকেটীয় ভেন্যুর অফিশিয়াল নাম হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালা। ছবির মতো সুন্দর এই স্টেডিয়ামের অবস্থান সমুদ্রপৃষ্ঠ হতে ১৩১৭ মিটার উপরে। বৃষ্টিপ্রবণ এই এলাকার গড় বৃষ্টিপাত ১৪০১ মিলিমিটার।

ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের পিচ বরাবরই বোলারদের, বিশেষ করে পেস সহায়ক হয়। ভারতের অন্যান্য ভেন্যুর তুলনায় এই ভেন্যুতে পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থকে। পিচের বাউন্সি কন্ডিশনে সুইং ও সিম মুভমেন্ট পাওয়া যায়। ঠান্ডা আবহাওয়া, শিশির, পাহাড়ের গা বেয়ে নেমে আসা হিমেল হাওয়া- সব মিলিয়ে পেস বোলিংয়ের আদর্শ পরিবেশ। কে ভুলতে পারে, বছর ছয়েক আগে এই মাঠে হওয়া শেষ ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার পেসার সুরঙ্গা লাকমলের সেই দুর্দান্ত সেই স্পেল। ভারত মাত্র ১১২ রানে অল আউট হয়ে গিয়েছিল। লাকমল নিয়েছিলেন ১৩ রানে ৪ উইকেট। ইংল্যান্ডের পেসার টিম ব্রেসনানেরও ৪ উইকেট রয়েছে এই মাঠে। ৪টি ওয়ান ডে-র ৮ ইনিংসের মাত্র একটি ৫০ ওভার খেলা হয়েছিল। বাকি ৭ ইনিংসই গুটিয়ে গিয়েছে তার আগে।

সার্বিক দিক বিবেচনায় এই ভেন্যুতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হতে পারে ফজলহক ফারুকী, ক্রিস ওকস, স্যাম কারানদের মতো পেসাররা। তবে বল পুরনো হয়ে গেলে ব্যাটারদেরও ভালো করার সুযোগ থাকে।

পরিসংখান বলে, এই ভেন্যুতে টস খুব গুরুত্বপূর্ণ। টস জিতে বোলিং নিতে পারলে ম্যাচ জয়ের সম্ভাবনা ভালো থাকবে। প্রায় ২৫০০০ ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে মোট চারটি ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে একবার, পরে ব্যাট করা দল জিতেছে তিনবার।

এবারের বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে যার তিনটি দিবারাত্রির। বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচটিও দিবারাত্রির। ম্যাচগুলোর ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে আবহাওয়া। বিশ্বকাপে ধর্মশালায় সবকটি ম্যাচই হবে অক্টোবরে। সেই সময় কলকাতায় পাখা বা শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চললেও, শৈলশহর ধর্মশালায় বেশ শীতের আমেজ পাওয়া যাবে। শিশির পড়বে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তাপমাত্রাও প্রায়সময় ১০ ডিগ্রির নিচে থাকে। সব দলকেই তাই ভেজা বলে লড়াই করতে হবে।

প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর শুরু হতে যাচ্ছে ওয়ানডে সংস্করণের ১৩তম বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের দুইম্যাচ ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দশ দলের অংশগ্রহণে ৪৮ ম্যাচের  এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

Link copied!