টাইমড আউটের ভয়ে প্যাড ছাড়াই মাঠে নেমে চমকে দিলেন হারিস রউফ। তিনি বিগ ব্যাশে টি টোয়েন্টি লিগ খেলছেন। হারিস রউফ মেলবোর্ন স্টারসের হয়ে খেলছেন। ম্যাচটিতে মেলবোর্ন স্টারস হেরেছে। তবে সে ফলে কারও মাথা ব্যথা নেই। সবাই বেশ মজা পেয়েছে এমন ঘটনায়।
একজন ব্যাটার আউট হওয়ার ৩ মিনিটের মধ্যে অপর ব্যাটারকে ক্রিজে আসতে হবে। প্যাড পড়তে গেলে দেরি হয়ে যেতে পারে। সেজন্য হারিস আর দেরি করেননি।
হেলমেট , গ্লাভস ও ব্যাট নিয়ে মাঠে চলে যান তিনি। ধারাভাষ্যকার থেকে শুরু করে পুরো গ্যালারি মজা পেয়েছে। সাকিব আল হাসান বিশ্বকাপের মঞ্চে অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রথম এই আউট করেন। ক্রিকেট ইতিহাসে প্রথম টাইমড আউট সেটা। এরপর এখন সবাই বেশ সতর্ক এ ব্যাপারে।
এখানে একজন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে ক্রিজে স্ট্রাইক নিতে হয়।