দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড: পরিসংখ্যান কার পক্ষে

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১, ২০২৩, ১১:১৬ এএম

দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড: পরিসংখ্যান কার পক্ষে

সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রায় প্রতি ম্যাচেই রানের পাহাড় গড়ছে আর বোলিংয়েও সাফল্য দেখিয়েছে। ছয় ম্যাচের ৫টিতেই জয় তাদের। কেবল হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। অন্যদিকে শেষ দুই ম্যাচে হারের অভিজ্ঞতা থাকলেও রান করা ও রান তাড়া করে বেশ ভালোই পারফরম্যান্স নিউজিল্যান্ডের।

বুধবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় পুনেতে বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে জয় পেতে মুখিয়ে আছে পয়েন্ট টেবিলের ২ ‍ও ৩ নম্বরে থাকা দল দুটি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলেছে এই দুদল। ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। আর ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে নিউজিল্যান্ড। দলটির পয়েন্ট ৮। তাই আজকের লড়াই বেশ হাড্ডাহাড্ডিই হবে বলা যায়।

কিউই-প্রোটিয়ার মাঠে লড়াইয়ের আগে জেনে নেয়া যাক দুই দলের পরিসংখ্যান।

এখনও পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ৭১ ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড- দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৪১ ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে কিউইরা জিতেছে ২৫ ম্যাচে।

প্রথমে ব্য়াটিংয়ের সুযোগ মিললেই দক্ষিণ আফ্রিকা প্রতি ম্যাচে তিনশর বেশি রান করছে কিন্তু রান তাড়া করতে হলে তারা পড়ছে বিপাকে। এবারের বিশ্বকাপে গা গরমের ম্যাচে নিউজিল্যান্ডের ৩২১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ডিএলএস পদ্ধতিতে ৩৭ ওভারে ২১৯ রানের টার্গেট পায় প্রোটিয়ারা। কিন্তু মাত্র ৭ রানে হারতে হয় তাদের। 

তারপর বিশ্বকাপের ১৫তম ম্যাচে নেদারল্যান্ডের দেয়া ২৪৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ২০৭ রানে অলআউট হয়ে যায় দলটি। পাকিস্তানের বিপক্ষেও হারতে হারতে জিতেছে। এ কারণে স্বাভাবিকভাবেই দলটি চাইবে টসে জিতে ব্যাটিং নিতে।

অন্যদিকে কিউইরা আগে ব্যাটিং আর রান তাড়া দুই ক্ষেত্রে তিনশ কাছাকাছি রানও সহজেই করতে পারছে। 
তবে প্রথমে ব্যাটিং করে তিনশ অধিক রান করে প্রতিপক্ষকে কঠিন টার্গেট দিতে দুই পক্ষই আজ চাইবে টসভাগ্য তাদের সহায় হোক। দেখা যাক টসে জয়ই ম্যাচ জয়ে পরিণত হয় কি না।

সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, জেরাল্ড কোয়েতজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, তাবরেজ শামসি।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

Link copied!