২০২৪ এর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) দশম আসর। দেশের ক্রিকেটের এই আসরে অংশগ্রহণ করবে সাতটি দল। রবিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। বিপিএলের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে দেখা যাবে বাংলাদেশের তিন পাণ্ডব তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে। প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মোর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম ও মাহমুদুউল্লাহ রিয়াদকে বলা হয় পঞ্চ পাণ্ডব।
ড্রাফট শুরুর আগে তামিম ইকবালের সাথে এক বছরের চুক্তি করেছে ফরচুন বরিশাল। আগামী বছর বিপিএলে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি এই ওপেনার। আর ড্রাফটের প্রথম রাউন্ডের প্রথম ডাকেই রংপুর দলে নিয়েছে রনি তালুকদারকে। সিলেট নিয়েছে মোহাম্মদ মিথুনকে, বরিশাল নিয়েছে মুশফিকুর রহিমকে, কুমিল্লা নিয়েছে মৃত্যুঞ্জয়কে, চট্টগ্রামে গেছেন তানজিদ তামিম, সাইফ হাসানকে নিয়েছে ঢাকা এবং রুবেলকে নিয়েছে খুলনা।
টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও চাহিদা কমেনি মুশফিকুর রহিমের। বিপিএলের ড্রাফটে সর্বোচ্চ দামের ক্যাটাগরিতে আছেন তিনি। আজ সুযোগ পেয়েই ড্রাফট থেকে তাঁকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের সর্বশেষ সংস্করণে বরিশালের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবারও অভিজ্ঞ এই ব্যাটারকে ধরে রেখেছে দল। তাঁর সাথে এবার যোগ দিলেন মুশফিক। এতেই নিশ্চিত হয়েছে দুই ভায়রা ভাইয়ের একসঙ্গে একই দলের হয়ে বিপিএলে খেলা।
বিপিএলের দশম আসরে ড্রাফটের সর্বোচ্চ ক্যাটাগরিতে ছিলেন মুশফিক। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির মূল্য ছিল ৮০ লাখ টাকা। বরিশালে তামিম-মাহমুদউল্লাহ ছাড়াও সতীর্থ হিসেবে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, খালেদকে। আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ আমির, পল স্টার্লিং ও ফখর জামানদের।
সর্বশেষ টুর্নামেন্টে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন মুশফিক। ২ ফিফটিতে করেছেন ৩৫৭ রান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফাইনালে পেয়েছিলেন ফিফটি। পরে ৭ উইকেটে হেরে যাওয়ায় তাঁর ফিফটি দলের কোনো কাজে আসেনি। এতে করে শিরোপার স্বাদও পূরণ হয়নি তাঁর। এবার সেই আশা পূরণ করতে বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।
এবারের ড্রাফটে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। তাদের ভাগ করা হয়েছে সাতটি ক্যাটাগরিতে। ড্রাফটে বিদেশি ক্রিকেটার আছেন ৪৪৮ জন। তাদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে।