সবুজ পিচেই টেস্ট সিরিজের প্রস্তুতি সারছে টিম ইন্ডিয়া। ওয়ান্ডারার্সে কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধরা টেস্ট সিরিজ জয়ের মহড়া। তিন টেস্টের সিরিজ শুরু হবে রবিবার। তার আগে প্রস্তুতিতে কোনওরকম ফাঁকফোকর রাখতে চাইছেন না দ্রাবিড়। রামধনুর দেশে পৌঁছনোর পর নিয়মিত সেন্টার উইকেটে অনুশীলনের মধ্যেই তা প্রতিফলিত।
সাধারণত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্টের আগে মাঝখানের পিচে নেট করার সুযোগ মেলে না। এবার সুপারস্পোর্ট পার্কে ক্রিকেট সাউথ আফ্রিকা বিশেষ অনুমতি দিয়েছে ভারতীয় দলকে। সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দ্রাবিড় জানিয়েছেন, ‘দারুণ প্র্যাকটিস চলছে। নেটে সবাই উজাড় করে দিচ্ছে।’ অভিষেক টেস্টে শতরান করা শ্রেয়স আয়ারও বলেছেন, ঘাসের পিচে চলছে নেট। কাগিসো রাবাডাদের সামলানোর জন্য দারুণ ঘাম ঝরাচ্ছেন কোহলি, পূজারা, মায়াঙ্করা। অধিনায়ক বিরাট বেশ কিছুদিন যাবৎ সেরা ফর্মে নেই। তাই একেবারে সামনে দাঁড়িয়ে তাঁর ব্যাটিংয়ের চুলচেরা বিশ্লেষণ করতে দেখা গিয়েছে কোচ দ্রাবিড়কে। কোহলির স্টান্স নিয়েও টিপস দিয়েছেন ‘দ্য ওয়াল’।
তবে ভারতের প্রথম এগারো নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়ালের খেলা নিশ্চিত। এরপর নামবেন পূজারা, কোহলি ও শ্রেয়স। তবে ছয় নম্বর পজিশন নিয়ে দোলাচলে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে রাহানের সঙ্গে লড়াইটা মূলত হনুমার। আর যদি পাঁচ বিশেষজ্ঞ বোলারের পথে হাঁটতে হয় তবে সুযোগ পেতে পারেন শার্দূল ঠাকুর। তখন ছয় নম্বরে ব্যাট করবেন কিপার ঋষভ পন্থ। তবে বোলিং লাইন-আপে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের খেলা প্রায় নিশ্চিত।
কোহলি সাধারণত পাঁচ বোলারের তত্ত্বেই বিশ্বাস রাখেন। তাছাড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০০ মিটার উচ্চতায় খেলতে হবে তাঁদের। ফলে ক্লান্ত হয়ে পড়ার আশঙ্কা থাকছে বোলারদের। চার বোলারে খেললে যা ঝুঁকি হয়ে যেতে পারে। পাল্টা যুক্তিও রয়েছে। প্রথম টেস্টের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বোলাররা। ফলে, উচ্চতাজনিত কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা কম। শার্দূল ঠাকুরের মতো অলরাউন্ডার খেললে অবশ্য ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই জোর বাড়বে। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে তিনিই একমাত্র বোলার যাঁর ব্যাটিংয়ে ভরসা রাখা যায়। এখন দেখার, কোচ দ্রাবিড়ের সঙ্গে কোহলির নতুন রসায়নে কোন পথে হাঁটে টিম ইন্ডিয়া!