টিম অব দ্য টুর্নামেন্ট: ৪ জনই ইংল্যান্ডের, নেই বাংলাদেশি কেউ

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ১৪, ২০২২, ০৯:৪৪ পিএম

টিম অব দ্য টুর্নামেন্ট: ৪ জনই ইংল্যান্ডের, নেই বাংলাদেশি কেউ

অষ্টম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ জয় করলো ইংল্যান্ড। ফাইনাল হওয়ার পর আইসিসি এবার ঘোষণা করেছে টিম অব দ্য টুর্নামেন্ট। বিশ্বকাপে বাছাইকৃত সেরাদের নিয়ে গড়া এই দলটিতে ইংল্যান্ড দলের ৪ জন ও ৬টি ভিন্ন দেশের খেলোয়াড় নির্বাচিত হলেও জায়গা পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়।

টিম অব দ্য টুর্নামেন্টে নেতৃত্বে আছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জস বাটলার।

ইংল্যান্ড দল থেকে নির্বাচিত আরও ৩ জন হলেন- অ্যালেক্স হেলস, জস বাটলার, স্যাম কারান ও মার্ক উড।

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে ইংলিশ অধিনায়ক জস বাটলার সবচেয়ে বড় অবদান রেখেছেন। দুটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৪৯ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস ও সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৭৩ রানের বাটলারের দুর্দান্ত ইনিংস জয় এনে দেয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ৪৫ গড় ও ১৪৪.২৩ স্ট্রাইক রেটে ২২৫ রান করেছেন।

ইংল্যান্ড থেকে নির্বাচিত আরেক খেলোয়াড় অ্যালেক্স হেলস, এই টুর্নামেন্টে দুটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার ৪৭ বলে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে সহজেই জিতে যায় ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরারও তিনি। ৪২.৪০ গড় ও ১৪৭.২২ স্ট্রাইক রেটে করেছেন ২১২ রান।

প্লেয়ার অব দ্য ফাইনাল ও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়া স্যাম কারান পুরো টুর্নামেন্টে নিয়েছেন ১৩ উইকেট। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১২ রানে নিয়েছেন ৩ উইকেট। টুর্নামেন্ট জুড়েই ডেথ ওভারে এই বাঁহাতি পেসারের পারফরম্যান্স ছিল চমৎকার। 

সেরা দলটাতে জায়গা হয়েছে জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়ে অবদান ছিল তার। বাছাই থেকে জিম্বাবুয়েকে মূল পর্বে আনতেও বড় ভূমিকা ছিল রাজার। ১৪৭.৯৭ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে ২১৯ রান করেছেন। বল হাতে অপ্রতিরোধ্য রাজা ৬.৫০ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট।

বিশ্বকাপের সেরা একাদশ: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জশ বাটলার (অধিনায়ক, উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারান (ইংল্যান্ড), আইনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
দ্বাদশ খেলোয়াড়: হার্দিক পান্ডিয়া (ভারত)।

Link copied!