মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল টেস্টের দ্বিতীয় দিনেই দারুণ সূচনা বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১৭৫। শান্ত ও জয়ের জোড়া ফিফটিতে নিউজিল্যান্ডের ৩২৮ রানের ভালোই জবাব দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে জয় ৭০ রানে এবং দলীয় অধিনায়ক মমিনুল ৮ রানে অপরাজিত রয়েছেন।
ওপেনার সাদমান ইসলামকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়ে তুলেন শক্ত জুটি। দুজনের হাফসেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ দেড়শ’র কাছাকাছি পৌঁছে যায়।
কিন্তু, ৯০ বলে রাচিন রবিন্দ্রে বলে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি স্পর্শ করেছন শান্ত। পরে ৬৪ রানে সাজঘরে ফিরেছেন শান্ত। তার সঙ্গে থাকা জয় হাফসেঞ্চুরি করেছেন সাবধানী ব্যাটিংয়ে। ১৬৫ বলে নিজের প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পেয়েছেন জয়।
এর আগে, মেহেদী মিরাজের স্পিন দাপটে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করেছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে এক ইনিংসে এটিই কিউইদের সর্বনিম্ন রান। এরআগের সর্বনিম্ন ছিল ৩৫৪।
৫ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। দিনের প্রথম সেশনে তারা স্কোরবোর্ডে ৭০ রান যোগ করে অলআউট হয়। ইনিংস একাই এগিয়ে নিয়েছেন হেনরি নিকোলস। গতকাল থিতু হয়ে যাওয়া নিকোলস একাই খেলেছেন ৭৫ রানের ইনিংসে। ১২৭ বলে তার ইনিংসটি দলের দ্বিতীয় সর্বোচ্চ। দলের হয়ে সর্বোচ্চ ২২৭ বলে ১২২ রানের ইনিংস খেলেন ডেভন কনওয়ে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও এক ছক্কায়। মুমিনুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে গতকাল শেষ সেশনেই সাজঘরে ফেরেন কনওয়ে।
হেনরি ও কনওয়ের পাশাপাশি ভালো করেছেন উইল ইয়ং। ১৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলে ফিরে যান ইয়ং। মূলত নিজের ভুলেই আউট হন ইয়ং। দ্বিতীয় সেশনে দ্রুত রান নিতে যান তিনি। কিন্তু, অপরাপ্রান্তে থাকা কনওয়ের সাড়া পাননি। পরে ফেরার চেষ্টায় ব্যর্থ হন। নাজমুল হোসেন শান্তর থ্রোয়ে বেলস ভাঙেন উইকেটকিপার লিটন।
ইয়ং ও কনওয়ের বিদায়ের পর প্রথম দিনের বাকি অংশ হেনরি নিকোলসের ব্যাটে পার করে দেয় নিউজিল্যান্ড। আজ সেই হেনরিই তাদের এনে দিল লড়াইয়ের স্কোর।
বাংলাদেশের হয়ে বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন মিরাজ। সমান ৩ উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলামও। অধিনায়ক মুমিনুল হক পেয়েছেন দুটি উইকেট। আর ইবাদত পেয়েছেন একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৫৮/৫) ১০৮.১ ওভারে ৩২৮ (ল্যাথাম ১, ইয়ং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, টম ব্লান্ডেল ১১, নিকোলস ৭৫, রাচিন ৪, জেমিসন ৬, সাউদি ৬, ওয়্যাগনার ০, বোল্ট ৯*; তাসকিন ২৬-৭-৭৭-০, শরিফুল ২৬-৭-৬৯-৩, ইবাদত ১৮-৩-৭৫-১, মিরাজ ৩২-৯-৮৬-৩, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৪.১-০-৬-২)।