সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনে (ফিবার) এত দিন কোন বাংলাদেশি কমিশনার ছিল না। তাই অন্য ম্যাচ কমিশনারের তত্ত্বাবধানে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনকে আন্তর্জাতিক আসর আয়োজন করতে হতো। এবার ঘুচতে যাচ্ছে এই না থাকার আক্ষেপের।
প্রথম বাংলাদেশি হিসাবে ফিবার (আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন) ম্যাচ কমিশনার হয়েছেন রঞ্জিত চন্দ্র দাস। তিনি ২০২৩-২৫ পর্যন্ত ম্যাচ কমিশনার হিসেবে অনুমোদন পেয়েছেন।
বিশ্বব্যাপী বাস্কেটবল জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে নানা সংকটে খেলাটির প্রচার-প্রসার সীমাবদ্ধ। তাই আন্তর্জাতিক ম্যাচ কমিশনারও ছিল না বাস্কেটবলের।
আন্তর্জাতিক ম্যাচ কমিশনার হওয়ার পথ মোটেও সহজ ছিল না রঞ্জিতের। এই বিষয়ে তিনি বলেন, ‘বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে অবশেষে স্বীকৃতি পেলাম। এটা শুধু আমার নয়, দেশের বাস্কেটবলের জন্যই দারুণ বিষয়।’
ফেডারেশনের নির্বাহী সদস্য ছিলেন বাস্কেটবলের সাবেক এই খেলোয়াড়। তার সক্রিয় প্রচেষ্টা ও নেতৃত্বে বাংলাদেশ নারী বাস্কেটবল দল প্রথম দক্ষিণ এশিয়া চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। এদেশের নারী বাস্কেটবলের উন্নয়ন, প্রচার ও প্রসারে সক্রিয় ভূমিকা রাখছেন এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করছেন সাবেক এই ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক।
রঞ্জিত বাস্কেটবলের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নেও কাজ করছেন।