সংবাদ সম্মেলন ছেটে ফেলা হল যে কারণে

ক্রীড়া ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২২, ০১:০০ এএম

সংবাদ সম্মেলন ছেটে ফেলা হল যে কারণে

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু সেই সংবাদ সম্মেলন কাটছাঁট করা হয়েছে। নারী ফুটবল দল বিমানবন্দরে নামার পরই সংবাদকর্মীদের মধ্যে হুড়োহুড়ি বেধে যায়! টিভি, সংবাদপত্র আর অনলাইন মিডিয়ার কর্মীদের ক্যামেরা আর ক্যামেরা। অসংখ্য সংবাদকর্মী সেখানে উপস্থিত হন। এটি ছিল বিরল ও নজিরবিহীন।

সবাইকে ঠিক সংবাদকর্মীও বলা যাবে না, এমনও লোকজনও ক্যামেরা নিয়ে হাজির ছিলেন সেখানে। ছিলেন প্রচুর ইউটিউবারও। এতে নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড় ধাক্কাধাক্কিরও শিকার হন। এ কারণে বিমানবন্দরে নির্ধারিত সংবাদ সম্মেলন কাটছাঁট করা হয়।

বিমানবন্দরে যেখানে ফুটবলারদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে মেয়েরা পৌঁছানোর পর পরিস্থিতি একেবারেই বেগতিক হয়ে পড়ে। সংবাদকর্মী-ইউটিউবাররা পারলে মেয়েদের ওপর ক্যামেরা নিয়ে ঝাঁপিয়ে পড়েন! এমন একটা অবস্থা যে দাঁড়ানোর জায়গাটুকু ছিল না। ক্রীড়া প্রতিমন্ত্রীর নিজেরই দাঁড়ানোর জায়গা ছিল না! চরম বিশৃঙ্খল অবস্থায় শেষ পর্যন্ত নির্ধারিত সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়।

সংবাদ সম্মেলনের জায়গায় যখন এই অবস্থা, তখন ভিআইপি লাউঞ্জে বসে ছিলেন মেয়েরা। অনেকেই তখন ফেসবুক লাইভ করতে শুরু করেছেন। মিডফিল্ডার মারিয়া মান্দা ফেসবুক লাইভে বাকি সব খেলোয়াড়কে দেখিয়ে দিলেন তাঁর ক্যামেরায়। গলায় ফুলের মালা পরে বসে ছিলেন মেয়েরা। অর্থাৎ ততক্ষণে বরণ করে নেওয়া হয়ে গেছে। বাকি ছিল সংবাদ সম্মেলন।

লাইভে খেলোয়াড়রা জানান, বাইরে প্রচুর সংবাদকর্মী থাকায় তাঁরা ভেতর থেকে বের হতে পারছেন না। তবে মেয়েরা লাইভে বেশ মজাই করছিলেন। মারিয়া মান্দা লাইভে কৃষ্ণাকে ক্যামেরায় ধরার পর মজা করে বলেন, ‘ক, দুইটা গোল করছি।’ গত সোমবার নারী সাফের ফাইনালে নেপালের বিপক্ষে বাংলাদেশের ৩-১ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন কৃষ্ণা রানী সরকার।

ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে ছাদখোলা বাসে ওঠে নারী ফুটবল দল। মেয়েরা বিমানবন্দরে নামার আগে সকাল থেকেই প্রচুর সমর্থক ভিড় জমান বিমানবন্দরে। সংবাদকর্মীরাও সকাল থেকেই ছিলেন সেখানে। ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখর ছিল বিমানবন্দর এলাকা। সাম্প্রতিক অতীতে কোনো ইভেন্ট কাভার করতে এত সংবাদকর্মী বিমানবন্দরে উপস্থিত হওয়ার নজির নেই।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেও ছাত্রছাত্রীদের একটি দল এসেছিল বিমানবন্দরে মেয়েদের বরণ করে নিতে। ক্রিকেটে পড়ে থাকা সমর্থকেরাও এসেছেন; মেয়েদের সাফল্যে, দেশের সাফল্যে সবাই শামিল এককাতারে। বেশির ভাগের হাতেই ছিল বাংলাদেশের পতাকা।

তবে এই আনন্দঘন মুহূর্ত আরও পূর্ণতা পেত, যদি নির্ধারিত সংবাদ সম্মেলনটি হতো।

Link copied!