মেন্টরের কাজটা কী আমি জানি না: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৬, ২০২৩, ০৫:১৩ পিএম

মেন্টরের কাজটা কী আমি জানি না: মাশরাফি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের মাঝে ক্রিকেটজগতকে আশ্চর্য করে দিয়ে হঠাৎই অবসর নেন তামিম ইকবাল। তামিমকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে তার কথাতেই অবসর ভেঙে ফিরে আসেন তামিম। সে সময় প্রধানমন্ত্রীর কাছে নিজের একটি ‘চাওয়া’ জানিয়েছিলেন তিনি। সেটি হলো, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর (পরামর্শক) হিসেবে চান তামিম।

বুধবার (২৬ জুলাই) ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের মিরপুর রোড ক্যাম্পাসে ১ম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে আমন্ত্রিত হন মাশরাফি বিন মুর্তজা। সেখানে সংবাদকর্মীরা মাশরাফির কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি যেমন আছি ভালো আছি। কোনো সমস্যা নেই। দল ভালো করুক, ভালো করবে। এটাই আমার চাওয়া।

বিষয়টা আমার কাছে মনে হয় একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। যেটা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছে। এটা পুরোপুরি উনার ইচ্ছা ছিল। উনি তামিমের সঙ্গে কথা বলেছেন। উনি কী বলেছেন সেটা তো ব্যক্তিগতভাবে তামিমের সঙ্গেই কথা হয়েছে। আমি নিশ্চিত যে, ইতিবাচক কথাই হয়েছে। সেই কারণেই তামিম আবার ক্রিকেটে ফিরেছে। এখানে অন্য কাউকে মেশানো ঠিক হবে না। এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা ছিল, তামিমের সঙ্গে কথা বলার। সেটাই হয়েছে। বাকিটা তো মাননীয় প্রধানমন্ত্রী ও তামিমের মধ্যেই কথা হয়েছে।

(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।

মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।

মাননীয় প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই। এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।

(সার্বিক দিক মিলে তামিমের ওপর কতটা প্রভাব পড়তে পারে)  সত্যি বললে, তামিমের অবসরটা, আমি মনে হয় আমার কথা বলেছি যে, ৩৪ বছর বয়স আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার সময়, অনেকের ক্ষেত্রে। বিরাট কোহলি পারফর্ম করছে না? ওর থেকে বেশি বয়স। ও (তামিম) না খেলার পেছন কারণ কী? আমি জানি না। মূল কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, তামিমের ওপর কী গেছে, আমি এর থেকে বেশি আপসেট। আমি জানি না এগজাক্টলি। আমার সঙ্গে এত কিছু শেয়ার হয়নি। আমি বেশি আপসেট হয়েছি তামিমকে দুর্বল দেখে। কারণ একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর পক্ষেও তো অনেকে কথা বলছে। বলছে না? তো সিম্পলি আপনি এটুকু লড়াই করতে পারবেন না, এটা আমার মনে হয়নি। কিন্তু কখনো কখনো মানুষের সাহায্য প্রয়োজন হয়। কখনো কখনো মানুষ ভেঙে পড়ে। তখন মনে হয় কাউকে সাপোর্ট দরকার। 
আমি এক্ষেত্রে বলব, তামিম খুব ভাগ্যবান যে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছে, কথা বলেছে এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছে। এই সৌভাগ্য সবার হয় না। ও ১৫ হাজার রান করেছে, দেশের জন্য অনেক কিছু করেছে, এটা সত্যি। কিন্তু দিন শেষে এসে একটা সময় কেউ এগুলো কেউ মনে রাখবে না। তো তামিম এখন যে বয়সে আছে, ওর পারফর্ম করার সময়। দেশকে যখন সেরা কিছু এনে দেবে, তখনই যদি সরে যায়; আমি মনে করি এটা শুধু পারিপার্শ্বিকতার চাপের বিষয় না, তার মানসিকভাবেও শক্ত থাকা উচিত। আমি মনে করি, তামিমের শতভাগ ফিট হয়ে আসা উচিত। একইসঙ্গে মানসিক ওরকম প্রস্তুতি থাকা উচিত যে, ও পারফর্মার ছিল, পারফরম্যান্সই তার হয়ে কথা বলবে। এর বাইরে কোচ তার পক্ষে আছে, ক্রিকেট বোর্ড তার পক্ষে আছে নাকি আমরা ওদের পক্ষে আছি, এগুলো ওর মতো ক্রিকেটারের কাছে এগুলো আমরা আশা করব না যে, কে ওর পক্ষে আছে এটা নিয়ে চিন্তা করবে। আমরা চিন্তা করবো ও পারফরমার, পারফর্ম করবে; অটোমেটিক্যালি সবকিছু তার পক্ষে থাকবে।

এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস। ওর এখন উচিত ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে আসলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।

Link copied!