ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইতিহাস গড়লেন দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন তিনি। যদিও ফাইনালে মাঠে নামার সুযোগ দেওয়া হয়নি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা আলভারেজকে। তারপরও তিনি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়লেন অনন্য এক ইতিহাস।
আসরে দশ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে তিন গোল করেছেন আলভারেজ। এতেই ফুটবল ইতিহাসের ১২তম খেলোয়াড় হিসেবে একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছেন তিনি।
বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
সর্বশেষ ওই কীর্তি গড়েছিলেন রাফায়েল ভারানে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। ওই বছরই রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। অবশ্য ১৯৭৪ বিশ্বকাপে জার্মানির সাত ফুটবলার একসঙ্গে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়েছিলেন। তারা হলেন- ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, সেপ মাইয়ার, পাউল ব্রিটনার, হান্স জর্জ শাওয়ারবেনবেক, উলি হোয়েনেস, জুপ কাপিলম্যান।
পরের ৪৯ বছরে মাত্র পাঁচ ফুটবলার একই বছর বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়তে পেরেছেন। রাফায়েল ভারানে ও আলভারেজের আগে ওই কীর্তি আছে ফ্রান্স মিডফিল্ডার ক্রিস্টিয়ান মারেম্বুর। তিনি রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রর্বাতো কার্লোস। আর ২০১৪ সালে জার্মানি ও রিয়ালের হয়ে ডাবল জেতেন সামি খেদিরা।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)