করোনায় মৃত ব্যক্তিদের ৮০ শতাংশ টিকা নেননি

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৫:১৭ পিএম

করোনায় মৃত ব্যক্তিদের ৮০ শতাংশ টিকা নেননি

চলতি মাসের তৃতীয় সপ্তাহের তুলনায় চতুর্থ সপ্তাহে মৃত্যু বেড়েছে ৭৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মৃত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি। করোনায় মৃত্যু ও টিকার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

গতকাল সোমবার ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা) ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে জানুয়ারি মাসে মোট ২৮৬ জনের মৃত্যু হলো। প্রথম সপ্তাহে মৃত্যু হয়েছিল ২৫ জনের। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে মারা যান যথাক্রমে ৪২ ও ৭৯ জন। চতুর্থ বা শেষ সপ্তাহে ১৪০ জনের মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে, প্রতি সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে বেশি মৃত্যু হচ্ছে।

সর্বশেষ সপ্তাহে মারা যাওয়া ১৪০ জনের মধ্যে ১০৯ জন বা ৭৭ দশমিক ৯ শতাংশ করোনার টিকা নেননি। টিকা নেওয়ার পরও আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। তাঁদের মধ্যে এক ডোজ টিকা নিয়েছিলেন ৬ জন, পূর দুই ডোজ টিকা নিয়েছিলেন ২৩ জন এবং তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছিলেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা করোনারভাইরাসের সংক্রমণ পুরোপুরিভাবে প্রতিরোধ করতে পারবে না। তবে টিকা পাওয়া ব্যক্তি আক্রান্ত হলে উপসর্গের তীব্রতা কম হবে, হাসপাতালে ভর্তির প্রয়োজন কম হবে, মৃত্যুর ঝুঁকি কমবে।

Link copied!