দক্ষিণ কোরিয়ায় ৫ ওমিক্রন আক্রান্ত শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২১, ০২:৪১ এএম

দক্ষিণ কোরিয়ায় ৫ ওমিক্রন আক্রান্ত শনাক্ত

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ৫ জনকে শনাক্ত করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। স্থানীয় সময় বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দেশটির সংবাদমাধ্যম দ্য কোরিয়ান হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

দ্য কোরিয়ান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা দেশটিতে প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত করে।

তার আগে, গত ২৪ নভেম্বর নাইজেরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসার পর এক দম্পতির ওমিক্রন শনাক্ত হয়। তারা যেদিন দক্ষিণ কোরিয়ায় এসেছিলেন সেদিনই তাদের পিসিআর পরীক্ষা করা হয়। পরদিন তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। তাদের ২ জনেরই করোনার টিকা দেওয়া আছে। তাদের কিশোর ছেলেরও করোনা ধরা পড়েছে। তবে তার ওমিক্রন ভ্যারিয়েন্টের পরীক্ষার ফল এখনো জানানো হয়নি। বলে জানিয়েছে দ্য কোরিয়ান হেরাল্ডের ওই প্রতিবেদন।

একই দিনে নাইজেরিয়া থেকে আসা আরও ২ জনের ওমিক্রন শনাক্ত হয়। তাদের করোনার টিকা দেওয়া হয়নি।

এ নিয়ে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অন্তত ৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত সব রোগীর শরীরে হালকা লক্ষণ রয়েছে।

Link copied!