বিশ্বজুড়ে ফের দাপট শুরু করোনার

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৪:৫৩ পিএম

বিশ্বজুড়ে ফের দাপট শুরু করোনার

বিশ্বজুড়ে নতুন করে দাপট দেখানো শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ্ করোনার। চিনের অবস্থা ভয়াবহ। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটির পরিস্থিতি ২০২০ সালের থেকেও খারাপ। আরও খারাপ পরিস্থিতি দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। একই ছবি বিশ্বের অন্য দেশগুলোতেও।

শুক্রবার গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন। গতকাল বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায়  ৫ হাজার ২৭৪ জন মারা যায়। একই  সময় ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন রোগী শনাক্ত হয়।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৮৭ হাজার ২১৬ জনের।

ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে শুক্রবার গত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে একই সময়ে মৃত্যু হয়েছে ৯২৫ জনের।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ৪৮৪ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৬০১ জন। ভারতে মৃত্যু ১৫০ জন এবং আক্রান্ত ২ হাজার ২৯০ জন। তুরস্কে আক্রান্ত ২১ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু ১০১ জন। ইতালিতে আক্রান্ত ৭৯ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু ১২৮ জন।

গত এক সপ্তাহে বিশ্বে আক্রান্ত হয়েছেন এক কোটির বেশি মানুষ। গতকালই এসব নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, এটি হিমশৈলের চূড়ামাত্র। তারা নতুন করে বিশ্ববাসীকে সতর্ক করেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!