করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা কোনোভাবেই থামছে না। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যুর মিছিলে যোগ দেওয়া মরদেহের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ। মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৬ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৪৫ কোটি ৪৯ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮ কোটি ১৮ লাখের বেশি লোক।
করোনায় মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৬ লাখ ২২ হাজার৩১৪ জন মারা গেছেন। গতকাল সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৬ লাখ ১৬ হাজার ৩৯২। এই হিসেবে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৯২২ জনের মৃত্যু হয়েছে।
করোনায় শনাক্ত
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৯০৩ জন। গতকাল সোমবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৫ কোটি ২৮ লাখ ৮২ হাজার ৪৪২। এই হিসেবে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় ২০ লাখ ২২ হাজার ৪৬১ জন মারা গেছেন।
করোনা থেকে সুস্থ
ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮ কোটি ১৮ লা্খ ২০ হাজার ৫২১ জন। মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৬ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৬৮ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৫ হাজার ৫৯৬ জন।
দৈনিক সংক্রমণ আর প্রাণহানির দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪৬০ জন। একই সময়ে ১ হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মঙ্গলবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৫০৯ জন।
করোনায় স্বস্তিতে নেই ইউরোপের দেশগুলো। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮১ জন এবং মারা গেছেন ৩৯৩ জন। রাশিয়ায় ৬৫৫ জনের মৃত্যু ও ৬৫ হাজার ১০৯ জন সংক্রমিত হয়েছেন। যুক্তরাজ্যে ৭৮৮ হাজার ৪৪৭ জন শনাক্ত এবং ৫৬ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৬৯৬ জন এবং একই সময়ে ৩৫২ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন ১৬১ জন।
এছাড়া, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় তুরস্কে ১৫৬ জন, দক্ষিণ আফ্রিকায় ৮৮ জন, পোল্যান্ডে ২ জন, কানাডায় ১৪৮ জন, আর্জেন্টিনায় ২৭৬ জন মেক্সিকোতে ৯৮ জন এবং ভিয়েতনামে ১৬৫ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।