বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বাড়ছে সক্রিয় রোগী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২২, ০৯:১০ এএম

বিশ্বে করোনায় মৃত্যু কমলেও বাড়ছে সক্রিয় রোগী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। সোমবার (৩ জানুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৪ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ২৯ কোটি ৬ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় ২৫ কোটি ৪৫ লাখের বেশি লোক। বিশ্বে করোনায় সক্রিয় রোগীর  সংখ্যা বেড়ে গেছে। বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৬ লাখ ৪২ হাজার ৫২৫  জন সক্রিয় রোগী রয়েছে।  

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৪ লাখ ৬০ হাজার ৩১৭ জন মারা গেছেন।  রবিবার পর্যন্ত  এই সংখ্যা ছিল ৫৪ লাখ ৫৭ হাজার ৩৬৬। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৫১ জন মারা গেছেন।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৯ কোটি ৬ লাখ  ৩২ হাজার ৯০১ জন। গতকাল রবিবার এই সংখ্যা ছিল  ২৮ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৩৯৫। এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায়  করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮লাখ ২৩ হাজার ৫০৬ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ৫৯ জন। সোমবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৩ কোটি ৬ লাখ ৪২ হাজার ৫২৫  জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার ৯৮১ জন।

করোনায় মৃত্যু ও শনাক্তে শীর্ষে থাকা ৩ দেশ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার গত ২৪ ঘন্টায় ৮১১ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১২২জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৭ হাজার ৪০৮ জন মারা গেছেন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে করোনায় এ পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৯৩ হাজার ২২৮  জন । সোমবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩২ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে সোমবার গত ২৪ ঘন্টায় ২৮৪ জন মারা গেছেন। এই সময়ে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৭৭০ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৫৯০ জন।

এছাড়া, সোমবার গত ২৪ ঘন্টায় রাশিয়ায় মারা গেছেন ৮১১ জন এবং সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৩৩ জন। ফ্রান্সে ৫৮ হাজার ৪৩২ জন আক্রান্ত হয়েছেন এবং ৯১ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৫৮৩ জন এবং মারা গেছেন ৭৩ জন। ইতালিতে ৬১ হাজার ৪৬ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩৩ জন। জার্মানিতে ১২ হাজার ৬৩৬ জন আক্রান্ত ও  ৫২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!