বিশ্বে গত ২৪ ঘন্টায় ৩৪ লাখ করোনায় আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২২, ১০:১২ এএম

বিশ্বে গত ২৪ ঘন্টায় ৩৪ লাখ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা কোনোভাবেই থামছে না। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যুর মিছিলে যোগ দেওয়া মরদেহের সংখ্যা। যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ।  শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা  ৫৬ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭ কোটি ৪ লাখ। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ কোটি ২৪ লাখের বেশি লোক।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, শনিবার সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৫৬ লাখ ৬৮ হাজার ১১০ জন মারা গেছেন।  গতকাল শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৬ লাখ ৫৭ হাজার ৮৪৪। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় ১০ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে।  শুক্রবার গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৯ হাজার ৯২৭ জনের।

করোনায় শনাক্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি শনিবার পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৭১৮ জন। গতকাল শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৩০৯ ।  এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় ৩৩ লাখ ৯৯ হাজার ৪০৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শুক্রবার একদিনে শনাক্ত হয়েছিল ৩৪ লাখ ১৭ হাজার ৩৬৬ জন।

করোনা থেকে সুস্থ

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি শনিবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯  কোটি ২৪ লাখ ৭০ হাজার ৩৭৪ জন। শনিবার পর্যন্ত বিশ্বে করোনার সক্রিয় রোগী রয়েছে ৭ কোটি ২৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন। এর মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৫ হাজার ৮৩ জন। 

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ৮৩৩ জন এবং এই রোগে মারা গেছেন ২ হাজার ৬৮৩ জন।

মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শনিবার গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৭৯ জন এবং সংক্রমিত হয়েছেন  ২ লাখ  ৫৭ হাজার ২৩৯ জন।

মৃত্যুর দিক তৃতীয় ও শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘন্টায় ২ লাখ ৩২ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৮৬২ জন।

করোনায় স্বস্তিতে নেই ইউরোপের দেশগুলো। শনিবার ইউরোপের বেশ কয়েকটি দেশে  সংক্রমণ-মৃত্যুর উচ্চহার লক্ষ্য করা ফ্রান্সে ৩ লাখ ৫৩ হাজার ৫০৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬৩ জন, জার্মানিতে  ১ লাখ ৮৯ হাজার ৪৬৪ জন সংক্রমিত ও  ১৭৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে  আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন। মারা গেছেন মৃত ৩৭৮ জন।  স্পেনে ১ লাখ ১৮ হাজার ৯২২ জন আক্রান্ত ও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় ৯৮ হাজার ৪০ জন শনাক্ত ও ৬৭৩ জন মারা গেছেন।  

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

Link copied!