সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২২, ০৩:১৯ এএম

সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। 

এবারের বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এর মধ্যে কর থেকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা আদায় করার লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে। প্রস্তাবিত বাজেটে আয়-ব্যয়ের মধ্যে ঘাড়তি থাকছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এ ঘাটতি মেটানোর লক্ষ্য রয়েছে সরকারের। ঘাটতির মধ্যে অনুদানসহ বৈদেশিক উৎস থেকে আসবে ৯৮ হাজার ৭২৯ কোটি টাকা, যার ৯৫ হাজার কোটি টাকাই বৈদেশিক ঋণ।

অভ্যন্তরীণ উৎস থেকে আসবে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। বিভিন্ন খাতে এবারের বাজেটে সরকারি ভর্তুকির পরিমাণ ৮২ হাজার ৭শ ৪৫ কোটি টাকা।

বাজেট উত্থাপনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। এরপর আসন্ন অর্থবছরের এই বাজেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেন। এবারের বাজেট দেশের ৫১তম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট।  

খাতভিত্তিক বরাদ্দে এবারও বাজেটে উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যোগাযোগ ও পরিবহন খাতে ৮১ হাজার ৫১০ কোটি, শিক্ষাখাতে ৮১ হাজার ৪শ ৪৯ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে ৪৪ হাজার ৬শ ৯০শ কোটি টাকা, কৃষি খাতে ৪২ হাজার ১১০ কোটি টাকা, প্রতিরক্ষা খাতে ৩৯ হাজার ৯৯৫ কোটি টাকা, স্বাস্থ্যখাতে ৩৬ হাজার ৮শ ৬৩ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ২৬ হাজার ৬৬ কোটি টাকা এবং সংস্কৃতিখাতে ৬৩৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আসন্ন বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা থাকছে ৩ লাখ টাকা। তবে নারীদের ক্ষেত্রে আয়ের এ সীমা সাড়ে ৩ লাখ টাকা পর্যন্তই করার প্রস্তাব রয়েছে আসন্ন বাজেটে।

Link copied!