১ দশকেরও বেশি সময় ধরে দেশে স্কুল-কলেজের শিক্ষার্থী ও করপোরেট চাকরিজীবীদের কাছে স্মার্টফোনের কদর বেড়েছে। কারণ, স্মার্টফোনের মাধ্যমেই শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে, আর চাকরিজীবীরা অফিস মিটিংয়ে অংশ নিতে পেরেছেন। কিন্তু এবার সেই স্মার্টফোনের দাম বেড়ে যাচ্ছে। অর্থমন্ত্রী নতুন বাজেটে ব্যবসায়িক পর্যায়ে মোবাইল ফোনে দেওয়া ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছে।
দেশে স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো মনে করে, আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে স্মার্টফোনের দাম ২৫ থেকে ৩০ শতাংশ বাড়তে পারে। তাদের দাবি, কারখানা থেকে জাতীয় ও স্থানীয় পরিবেশক এবং দোকানদার পর্যায়ে কয়েক হাত ঘুরে মোবাইল ফোন ক্রেতার হাতে যাবে। এতে প্রতিটি স্তরে ৫ শতাংশ ভ্যাট বসবে।
শাওমি, ভিভো, রিয়েলমি ও অপো বাংলাদেশ—এই চারটি মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগে চিঠি দেওয়া হয়। এর পাশাপাশি ভ্যাট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা। তাঁরা ব্যবসায়িক পর্যায়ে আগের মতো ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল করার দাবি জানান।