জুন ১০, ২০২২, ০৮:০৬ পিএম
এবারের বাজেটে শ্রমিক-কৃষকের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বাজেটে কর্পোরেট ব্যবসায়ীদের জন্য সুবিধা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন মোড়ে গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক ফোরাম আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাজেটে জনপ্রশাসন, আমলা, সামরিক ও পুলিশ বাহিনীর জন্য ব্যয় হবে প্রায় এক-তৃতীয়াংশ। শ্রমিকদের স্বার্থ রক্ষার আন্দোলনে শামিল হতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ডা. জাফরুল্লাহ।