আগামীর বাংলাদেশ ডিজিটাল যুগের: মোস্তাফা জব্বার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৭, ২০২২, ১০:৩৩ পিএম

আগামীর বাংলাদেশ ডিজিটাল যুগের: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সামনের দিন হচ্ছে ডিজিটাল যুগের। প্রথম, দ্বিতীয় কিংবা চতুর্থ শিল্প বিপ্লব যুগের অবসান হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় নতুন প্রজন্মকে ডিজিটাল যুগের উপযোগী শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য। বাংলাদেশের ছেলে-মেয়েদের তৈরি করা সফটওয়্যার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে ব্যবহৃত হচ্ছে। বিশ্বের আশিটি দেশে বাংলাদেশ সফটওয়্যার রফতানি করছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সংসদ সদস্য শিরিন আক্তার, কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদ রহমান ও কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জেনিস স্মেলস বক্তব্য রাখেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পৃথিবীতে বাংলাদেশ প্রথম ডিজিটাল দেশ হিসেবে ঘোষিত হয়। আমরাই পৃথিবীতে ডিজিটাল বিপ্লবের পথ প্রদর্শক হিসেবে অনুকরণীয়। ডিজিটাইজেশনের ফলে অভাবনীয় অগ্রগতি অর্জনের মাধ্যমে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। সামনের দিন হচ্ছে নতুন প্রজন্মের। ছাত্র-ছাত্রীদের মুখের দিকে তাকিয়ে আমরা আগামীর সুন্দর বাংলাদেশ দেখতে পাই।

মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষার মাধ্যমে ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের শিক্ষক সমাজের অপরিসীম দায়িত্ব রয়েছে। 

 

Link copied!