আর্থিক লেনদেনের অ্যাপগুলোতে ‘গডফাদার’-এর হামলা

প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ০৩:৩৪ পিএম

আর্থিক লেনদেনের অ্যাপগুলোতে ‘গডফাদার’-এর হামলা

জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখা সংস্থা বাফিন জানিয়েছে, জার্মানিরসহ বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপে হামলা চালাচ্ছে ‘গডফাদার’। প্রায় ১৬ দেশের অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ম্যালওয়্যার হামলা চালিয়েছে বলে ধারণা করছে সংস্থাটি।

অ্যাপের মূল ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া ওয়েবসাইটে ব্যবহারকারীকে নিয়ে যায় ‘গডফাদার’ নামের এই ম্যালওয়্যারটি। দেখতে মূল ওয়েবসাইটের মতো হওয়ায় কোনোরকম সন্দেহ না করেই ব্যবহারকারীরা সেখানে লগইন করতে তথ্য দেন। তখন তাদের সব তথ্য সাইবার অপরাধীদের কাছে চলে যায়।

যাদের নিরাপত্তা বাড়ানো আছে, তাদের ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে ‘পুশ নোটিফিকেশনও’ পাঠিয়ে থাকে এই ম্যালওয়ারটি।

বাফিন জানায়, ওই অ্যাপগুলো যারা ব্যবহার করছেন তাদের ডিভাইসে কীভাবে গডফাদার ম্যালওয়্যার ঢুকছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, ২০২১ সালে প্রথম ‘গডফাদার’ ম্যালওয়্যারের সন্ধান পান সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা। এই ম্যালওয়ারের খবর পেয়ে নিরাপদে অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়ে একটি ভিডিও তৈরি করেছে জার্মানির তথ্য নিরাপত্তা বিষয়ক কেন্দ্রীয় সংস্থা বিএসই। অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে ভিডিওটিতে।

Link copied!