গণছাঁটাইয়ের পথে হাঁটছে গুগলও

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৬, ২০২২, ১০:৩৬ এএম

গণছাঁটাইয়ের পথে হাঁটছে গুগলও

অর্থনৈতিক মন্দার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে ছাঁটাইয়ের পরিমাণ। ব্যবসায়িক মন্দা শুরু হওয়ায় একের পর এক প্রযুক্তি মাধ্যমের প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে চলেছে। এ পথে যাত্রা শুরু করে টুইটার। ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পরই পরিচালনা পর্ষদের ৩ জনকে ছাঁটাই করে দিয়ে গণছাঁটাইয়ের পথে হাঁটা শুরু করে।

টুইটারের দেখানো পথ ধরে একে একে মেটা, মাইক্রোসফট, আমাজনের পর হাঁটছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জায়ান্ট সাইটটির প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটকে খরচ কমাতে বলেছে এর বিনিয়োগকারীরা। এ কারণেই আশঙ্কা তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে গুগল।

ব্যয় কমাতে গত মাসে গণহারে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। চলতি মাসের শুরু থেকে সেই সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। এরপর একই কারণ দেখিয়ে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা ও মাইক্রোসফট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

সোমবার (১৪ নভেম্বর) ওই পথেই হাঁটে ই-কমার্স জায়ান্ট আমাজন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ব্যয় কমাতে বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১০ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার পরিকল্পনা হাতে নিয়েছে আমাজন। 

আমাজনের ছাঁটাই পরিকল্পনার রেশ কাটার আগেই গুগলের এই আশঙ্কা বিশ্বজুড়ে আরও শোরগোল ফেলে দিয়েছে।

মঙ্গলবার মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম শিরোনাম করেছে সার্চ ইঞ্জিন গুগলকে নিয়ে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়, জনপ্রিয় সাইটটির প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটকে খরচ কমাতে বলেছে বিনিয়োগকারীরা। বেশ কয়েকটি কারণও তুলে ধরেছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তাদের দাবি, গুগলের প্রয়োজনের তুলনায় অনেক কর্মী। একই সঙ্গে তাদের বেতনভাতাও অনেক বেশি।

গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি এই সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠানটি। তবে, গত মাস থেকেই নিজেদের ব্যয় কমাতে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে প্রতিষ্ঠানটিকে। আর তাই অনেকের আশঙ্কা, অন্যান্য প্রতিষ্ঠানের মতো অচিরেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে গুগল। ১৯৯৮ সালে যাত্রা শুরু করা গুগলের বিশ্বজুড়ে কর্মী রয়েছে দেড় লাখেরও বেশি।

সূত্র: ডেইলি মেইল।

Link copied!