গুগল সার্চ থেকে ‘ব্যক্তিগত তথ্য’ মুছতে হলে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৩, ০৫:২৫ পিএম

গুগল সার্চ থেকে ‘ব্যক্তিগত তথ্য’ মুছতে হলে

আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানার জন্য খারাপ উদ্দেশ্যযুক্ত ব্যক্তিরা সাধারণত প্রথমে একটি সাধারণ গুগল অনুসন্ধান দিয়ে শুরু করতে পারে। গুগলের গ্লোবাল পলিসি লিডের সার্চ বিভাগের প্রধান মিশেল চ্যাং জানিয়েছেন, গুগল সার্চ রেজাল্ট থেকে তথ্য সরানোর অর্থ এই নয় যে তা চিরতরে মুছে যাবে। ইন্টারনেট থেকে তথ্য সরানোর ক্ষমতা গুগলের নেই।

যেসব তথ্য সার্চ থেকে সরাবে গুগল

বিশেষ কিছু পরিস্থিতিতে, সার্চের ফলাফল মোছার অনুমোদন দেবে গুগল। এমন বিশেষ পরিস্থিতির মধ্যে রয়েছে-

● ব্যক্তিগত যোগাযোগের তথ্য, যেমন- ইমেইল ঠিকানা, টেলিফোন নাম্বার এবং অবস্থানের ঠিকানা।

● যেসব কনটেন্টের কারণে পরিচয় চুরি হতে পারে, যেমন- ক্রেডিট কার্ড ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা স্বাক্ষরের ছবি।

● হ্যাকিংয়ের ঝুঁকি থাকে এমন তথ্য, যেমন- ‘লগইন’ আইডি ও পাসওয়ার্ড।

● যেসব সার্চের ফলাফলে অনুমোদনহীন স্পষ্ট ছবি বা ‘ডিপ-ফেইক পর্নোগ্রাফি’ থাকতে পারে।

● চিকিৎসাবিষয়ক এবং অন্যান্য গোপনীয় তথ্য।

● সংখ্যালঘুদের ছবি।

● নিজের নামে থাকা ‘অপ্রাসঙ্গিক পর্নোগ্রাফি’।

গুগল সার্চ থেকে আপনার তথ্য অপসারণের অনুরোধ করবেন কীভাবে?

আপনি যদি আপনার নাম কিংবা আপনার সম্পর্কে অন্য কোনো সার্চ টার্ম গুগল করেন, আর তাতে আপনার সম্পর্কে কোনো সংবেদনশীল তথ্য উঠে আসে, সেক্ষেত্রে এটি থেকে পরিত্রাণে সাহায্যের জন্য গুগলের একটি উপায় রয়েছে।

শুরুতে গুগল সার্চ হেল্প অপশনে যান। সেখানে আপনি সার্চ রেজাল্ট বা অনুসন্ধান ফলাফল থেকে আপনার ডেটা মুছে ফেলার অনুরোধ সম্পর্কিত একটি প্রশ্নযুক্ত ফর্ম পাবেন। ফর্মটি একটু জটিল।

প্রথমে আপনাকে কিছু প্রাথমিক প্রশ্ন করা হবে। সেগুলোর উত্তরের ওপর নির্ভর করে আপনাকে তথ্য অপসারণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য একটি ফর্ম অথবা একটি ভিন্ন পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হতে পারে।

সঠিকভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করতে নিচের মতো করে প্রশ্নের উত্তরগুলো দিন-

প্রথম প্রশ্নটি 'আপনি কী করতে চান?'। এর জন্য 'রিমুভ ইনফরমেশন ইউ সি ইন গুগল' নির্বাচন করুন।

দ্বিতীয় প্রশ্নটি 'আপনি যে তথ্যটি সরাতে চান তা কোথায় দেখেছেন তা আমাদের জানান'। এর জন্য 'ইন গুগলস সার্চ রেজাল্টস অ্যান্ড অন এ ওয়েবসাইট' নির্বাচন করুন। এই অপশনটি শুধু তখনই নির্বাচন করুন যদি আপনি কোনো একটি সক্রিয় ওয়েবসাইটে এমন কোনো তথ্য দেখে থাকেন, যা আপনি গুগল অনুসন্ধানের মাধ্যমে প্রবেশ করে দেখেছেন এবং সেটি অপসারণ করতে চান।

তৃতীয় প্রশ্নটি 'আপনি কি সাইটের ওয়েবসাইটের মালিকের সঙ্গে যোগাযোগ করেছেন?'। এর জন্য 'নো, আই প্রিফার নট টু' অপশনটি নির্বাচন করুন। যদি আপনি তথ্যটি সরিয়ে নেওয়ার জন্য হোস্ট করা সাইটটির অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গে যোগাযোগ না করে থাকেন, সেক্ষেত্রে এটি নির্বাচন করুন।

এরপর গুগল অনুসন্ধানে প্রাপ্ত পৃষ্ঠাগুলো থেকে আপনি কোন ধরনের ব্যক্তিগত তথ্য সরাতে চান সেগুলো নির্বাচন করুন। এ ক্ষেত্রে একটি নতুন ফর্ম আসার কথা। সেখানে যেসব তথ্য চাওয়া হবে সেগুলো প্রদান করুন। তারপর জমা বোতামে চাপুন।

তথ্য অপসারণের অনুরোধ জমা দেওয়ার পর আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন। নীচের তালিকাভুক্ত বিষয়গুলো ছাড়াও বিভিন্ন মানদণ্ড ব্যবহার করে গুগল সেই অনুরোধটির মূল্যায়ন করবে। প্রয়োজনে গুগল আপনাকে আরও তথ্য প্রদান করতে বলতে পারে। অনুরোধটি তাদের শর্ত পূরণ করার পর তারা কোনো ব্যবস্থা নিলে সে সম্পর্কে আপনাকে একটি বিজ্ঞপ্তি জানানো হবে।

Link copied!