মঙ্গলের ছবি পাঠালো চীনা মহাকাশযান ঝুরং

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২১, ০৪:২৪ এএম

মঙ্গলের ছবি পাঠালো চীনা মহাকাশযান ঝুরং

মঙ্গল থেকে এই প্রথম ছবি পাঠালো চীনের মহাাকশযান ‘রোভার ঝুরং’। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসাবে মঙ্গলে পদার্পন করেছে চীনের এই মহাকাশযান।

সামনের ক্যামেরায় তোলা ছবিটিতে দেখা যাচ্ছে, মঙ্গলের সামনের ল্যান্ডস্কেপ। রোভারটি বসে আছে ল্যান্ডারের উপর। রবিবার লালগ্রহটির মাটি স্পর্শ করে ঝুরং।

এর ফলে চীন বিশ্বের দ্বিতীয় দেশ, যারা সফলভাবে মঙ্গলের মাটিতে একটি প্রোব নামিয়ে বেশ খানিকটা সময় অপারেট করতে পারলো।

চীনা বিজ্ঞানীদের আশা মঙ্গলপৃষ্ঠে ৯০দিনের বেশি থাকতে পারবে ঝুরং। এই ৬ চাকার রোবটিকে গ্রহটির উত্তাংশ অভিযানে পাঠানো হয়েছে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনেস্ট্রেশন নিজেদের ওয়েবসাইটে সাদাকালো ছবিটি পোস্ট করে। এতেই লেখা হলো নতুন ইতিহাস। কোনও এশিয় দেশের রোবট প্রথম নিজের চাকা ছোয়ালো স্বপ্নের গ্রহটিতে।

রোবটটির সঙ্গে রয়েছে একটি সোলার অ্যারে, যা তাকে শক্তি সরবরাহ করবে। একটি অ্যান্টেনা রয়েছে, যার মাধ্যমে ঝুরং তিয়ানওয়েন-১ নভোযানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে। এছাড়াও মোবাইল মিশনের জন্য একটি র‌্যাম্প যুক্ত করা আছে। ঝুরং দেখতে অনেকটা চলতি শতকের শূণ্য দশকে পাঠানো নাসার স্পিরিট আর অপারচুনিটির মতো।

সূত্র: বিবিসি, স্পেস।

Link copied!