মেটাকে 'সন্ত্রাসী ও চরমপন্থী' সংগঠনের তালিকাভুক্ত করেছে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১২, ২০২২, ০১:৫৫ পিএম

মেটাকে 'সন্ত্রাসী ও চরমপন্থী' সংগঠনের তালিকাভুক্ত করেছে রাশিয়া

মার্কিন টেক জায়ান্ট মেটাকে ‘সন্ত্রাসী ও চরমপন্থী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া। খবর এএফপির।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং। এর আগে, গত ফেব্রুয়ারিতে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে মেটাকে অভিযুক্ত করে মস্কো প্রশাসন।

মস্কোর এমন পদক্ষেপের পর গত ১০ মার্চ এক ঘোষণায় মেটা জানায়, শুধুমাত্র ইউক্রেনীয় ভূখণ্ডের ব্যবহারকারীরা রুশ আক্রমণকারীদের ‘মৃত্যু কামনা’র মতো বক্তব্য-বিবৃতি মেটার অ্যাপগুলোতে প্রচারের অনুমতি পাবেন।

এর আগে গত ২১ মার্চ মেটাকে উগ্রপন্থী বলে আখ্যা দিয়েছিল রাশিয়া। তারপর এপ্রিলে মেটার সিইও মার্ক জাকারবার্গের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার ১১ অক্টোবর এই টেক সংস্থাকে সরাসরি সন্ত্রাসবাদী সংগঠনের তালিকাভুক্ত করল মস্কো।

মার্চে মেটার পক্ষ থেকে জানানো হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানো পোস্টের অনুমোদন দেওয়া হবে। এমনকি ইউক্রেনে রুশ হামলাকারীদের মৃত্যু কামনা করে দেওয়া পোস্টও মুছে ফেলা হবে না। সাধারণত এ ধরনের পোস্ট মেটার নীতিমালার বিরোধী।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। রাশিয়ার এমন সিদ্ধান্তে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হলো মেটা।

Link copied!