আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০০

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৩, ২০২২, ০১:০৩ এএম

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে  ১০০০

শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। রিখটার স্কেলে ৬ দশমিক এক মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও  দেড় হাজারের বেশি মানুষ। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় হাসপাতালগুলো আশঙ্কা করছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, তালেবান নেতা হিবাতুল্লাহ আকুনজাদাহ জানিয়েছেন, ভূমিকম্পে শত শত ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। দুর্গম এলাকাগুলো থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী শরাফউদ্দীন মুসলিম বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, অন্তত ১০০০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৫০০ জন। এটি আফগানিস্তানে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে। স্থানীয় সময় রাত দেড়টায় এই ভূমিকম্প আঘাত হানে, যখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিকাল সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে অনুভূত হয়েছে।

তারা বলছে, আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প টের পাওয়া গেছে বলে স্থানীয় মানুষরা জানিয়েছেন।

ভূমিকম্প বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার। আফগানিস্তান সরকারের একজন মুখপাত্র বিলাল কারিমী এক টুইট বার্তায় জানান, "দুর্ভাগ্যজনকভাবে, গতরাতের এক তীব্র ভূমিকম্পে পাকতিকা প্রদেশের চারটি জেলায় কয়েকশো' মানুষ হতাহত হয়েছে এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।”

সরকারের ওই মুখপাত্র আরও বলেন, "আরও ক্ষয়ক্ষতি এড়াতে আমি সকল সাহায্য সংস্থাকে দ্রুত সেখানে তাদের দল পাঠানোর জন্য অনুরোধ করছি।”

Link copied!