পরিবারের সবাইকে হারিয়ে ধ্বংসস্তুপে বেঁচে ছিল নবজাতকটি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৬:৪২ পিএম

পরিবারের সবাইকে হারিয়ে ধ্বংসস্তুপে বেঁচে ছিল নবজাতকটি

সোমবার তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৮ হাজারেরও বেশি মানুষের। এই মৃত্যুর জোয়ারের মাঝেই উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে সুস্থাবস্থায় উদ্ধার হলো একটি নবজাতক।

কন্যাশিশুটির এক স্বজন জানান, ভূমিকম্পটি আঘাত হানার পর পরই তার মায়ের প্রসববেদনা দেখা দেয় এবং মারা যাওয়ার আগে তিনি সন্তান জন্মদান করেন। নবজাতকের বাবা, চার ভাইবোন এবং এক খালাও ভূমিকম্পে ভবন ধসে নিহত হয়েছে।

উদ্ধারকার্যের একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসাবশেষ থেকে টেনে বের করার পর ধুলায় ঢেকে থাকা এক শিশুকে এক ব্যক্তি নিয়ে আসছেন।

৭.৮ মাত্রার এই ভূমিকম্পে ধসে পড়া ৫০টি ভবনের একটিতে থাকত তার পরিবার। ভবনটি তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশের বিদ্রোহীদের অধ্যূষিত শহর জিন্দারিসে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিশুটির চাচা খলিল আল-সুয়াদি। তিনি বলেন, ‘আমরা খনন করার সময় একটি আওয়াজ শুনতে পাই। ধুলো পরিষ্কার করে নাভির সাথে থাকা নাড়িতে জড়ানো শিশুটিকে অক্ষত অবস্থায় পেয়েছি। পরে আমরা নাড়ি কেটে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।’

শিশুটি এখন স্থিতিশীল আছে জানিয়ে স্থানীয় একটি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হানি মারুফ বলেন, ‘নবজাতকটির সমস্ত শরীরে বেশ কিছু আঘাত ও ক্ষত রয়েছে। প্রচন্ড শীতের কারণে হাইপোথার্মিয়া হয়েছে। আমাদের শিশুটিকে গরম করতে হয়েছে এবং ক্যালসিয়াম দিতে হয়েছে।’

শিশুটির মা আফরা, বাবা আবদুল্লাহ এবং চার ভাইবোনের জন্য একটি যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

 

Link copied!