প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলংকার পার্লামেন্ট বিশেষ অধিবেশন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ০১:৫১ পিএম

প্রেসিডেন্ট নির্বাচনে শ্রীলংকার পার্লামেন্ট বিশেষ অধিবেশন শুরু

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে দেশটির পার্লামেন্টে বিশেষ অধিবশেন শুরু হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই অধিবেশন শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়, অধিবেশন উপলক্ষে পার্লামেন্টের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং জনসাধারণকে বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

দেশটির সংবিধান অনুযায়ি, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার তিন দিনের মধ্যে সংসদ আহ্বান করার কথা। এই হিসেবে শনিবার প্রেসিডেন্ট পদ শূন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বলে জানা গেছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে এরই মধ্যে সিংগাপুরে পাড়ি জমিয়েছেন গোতাবায়া রাজাপক্ষে। শুক্রবার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা বলেন, গোতাবায়া বৈধভাবে প্রেসিডেন্ট পদ ছেড়েছেন। যা গতকাল থেকে কার্যকর হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ি, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের নিয়মে পরিবর্তন আনা হয়েছে।  আগে সাধারণ নাগরিকদের সমর্থনে (পপুলার ভোট) প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এবার পার্লামেন্টের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন পরবর্তী প্রেসিডেন্ট।  পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্দেনা জানিয়েছেন,  আগামী সাত দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে।

সাধারণত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন দেশটির প্রত্যেক নাগরিক। কিন্তু এত কম সময়ের মধ্যে ওই আয়োজন অসম্ভব বলে মনে করা হচ্ছে। তাই পার্লামেন্টের সদস্যদের ভোটের ভিত্তিতেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে।

পার্লামেন্টের স্পিকার এবিষয়ে আরও জানান, ২২৫ জন পার্লামেন্ট সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

এদিকে, শ্রীলংকার প্রেসিডেন্ট পদের জন্য এখন পর্যন্ত চার জনের নাম জানা গেছে। তারা হলেন, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা, প্রবীণ সাংবাদিক থেকে পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা ও সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা।

গতকাল শুক্রবার (১৫ জুলাই) শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। লঙ্কান প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়া শপথবাক্য পাঠ করান তাকে।

অপরদিকে, পদত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অপর দুই ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়,  মাহিন্দা রাজাপক্ষে ও বাসিল রাজাপক্ষেকে ২৮ জুলাই পর্যন্ত বিনা অনুমতিতে দেশ ত্যাগ করতে নিষেধ করেছেন শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে গত মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। তবে সেখানেও তার দেশত্যাগের দাবিতে স্থানীয় জনগণ ও প্রবাসী শ্রীলংকানরা বিক্ষোভ শুরু করেন।এর ফলে বৃহস্পতিবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

Link copied!